আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরু হবে সেই ১৮ সেপ্টেম্বর। আপাতত রোহিতদের সামনে কোনও খেলা নেই। কিছুটা লম্বা বিশ্রাম পাচ্ছেন বিরাটরা। তবে বাংলাদেশ সিরিজের আগে ক্রিকেটাররা যাতে সঠিক শেপ–এ থাকে তার জন্য দলীপ ট্রফিতে জাতীয় দলের ক্রিকেটারদের খেলাতে চাইছে বিসিসিআই।
দলীপ ট্রফির প্রথম পর্বের খেলাগুলি হবে বেঙ্গালুরুতে। এই টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে ঈষান কিষানকে। যিনি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ২০২৪ সালে টিম ইন্ডিয়ায় জায়গা পাননি এই বাঁহাতি। বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেট খেলতে না চাওয়ায় বোর্ড তাঁকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি। তাই ঈষানের সামনে সুযোগ থাকছে দলীপ ট্রফিতে নিজেকে প্রমাণ করার।
দলীপ ট্রফিতে খেলবে চারটি দল। ভারত এ, বি, সি ও ডি। কোন দলে কোন ক্রিকেটার খেলবেন তা বেছে নেবেন নির্বাচক কমিটির সদস্যরা। ইতিমধ্যেই জানা গেছে, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন দলীপ ট্রফিতে খেলবেন। বিরাট ও রোহিতকে বাধ্য করা হচ্ছে না। তারা চাইলে খেলতে পারেন। আর বুমরাকে বিশ্রামে রাখা হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কিষানকে দলীপ ট্রফিতে সুযোগ দেওয়া হবে। প্রসঙ্গত, ম্যাচগুলি হবে ৫–৮ সেপ্টেম্বর ও ১২–১৫ সেপ্টেম্বর।
দলীপ ট্রফির প্রথম পর্বের খেলাগুলি হবে বেঙ্গালুরুতে। এই টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে ঈষান কিষানকে। যিনি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ২০২৪ সালে টিম ইন্ডিয়ায় জায়গা পাননি এই বাঁহাতি। বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেট খেলতে না চাওয়ায় বোর্ড তাঁকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি। তাই ঈষানের সামনে সুযোগ থাকছে দলীপ ট্রফিতে নিজেকে প্রমাণ করার।
দলীপ ট্রফিতে খেলবে চারটি দল। ভারত এ, বি, সি ও ডি। কোন দলে কোন ক্রিকেটার খেলবেন তা বেছে নেবেন নির্বাচক কমিটির সদস্যরা। ইতিমধ্যেই জানা গেছে, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন দলীপ ট্রফিতে খেলবেন। বিরাট ও রোহিতকে বাধ্য করা হচ্ছে না। তারা চাইলে খেলতে পারেন। আর বুমরাকে বিশ্রামে রাখা হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কিষানকে দলীপ ট্রফিতে সুযোগ দেওয়া হবে। প্রসঙ্গত, ম্যাচগুলি হবে ৫–৮ সেপ্টেম্বর ও ১২–১৫ সেপ্টেম্বর।
