আজকাল ওয়েবডেস্ক: পাক ক্রিকেটে ফের ডামাডোল। সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এবার কে নেবেন দায়িত্ব?‌ একাধিক সংবাদমাধ্যমের খবর, বাবরের জায়গায় আসতে চলেছেন মহম্মদ রিজওয়ান। 

পাক ক্রিকেট অস্থির। আর্থিক দিক থেকেও অস্থিরতা পাক ক্রিকেটে।  প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কি দেউলিয়া হয়ে পড়েছে? সূত্রের খবর, বাবর আজমরা চার মাস মাইনে পাননি। তার ফলে প্রশ্ন আরও জোরদার, পাকিস্তান ক্রিকেট কি আদৌ ক্রিকেটারদের চুক্তির অর্থ দিতে পারবে? 

২০২৩ সালে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে পিসিবি নতুন কেন্দ্রীয় চুক্তির বন্দোবস্ত করেছিল। জুলাইয়ের ২০২৩ থেকে ২০২৬, জুন পর্যন্ত এই চুক্তি লাগু থাকবে বলে জানানো হয়েছিল। 

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বেতন পাক ক্রিকেটাররা পাননি বলেই খবর। স্পনসরশিপ বাবদ অর্থও বাকি রয়েছে। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ২-০-এ টেস্ট সিরিজে হার মেনেছে পাকিস্তান। প্রাক্তন পাক ক্রিকেটাররা তোপ দাগছেন। তুলনা করা হচ্ছে ভারতের ক্রিকেটের সঙ্গে। এই পরিস্থিতিতে জানা গেল ক্রিকেটাররা নিয়মিত বেতন পাচ্ছেন না। পাকিস্তান ক্রিকেট আরও তিমিরে।