আজকাল ওয়েবডেস্ক: বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক নতুন নয়। সেই পতৌদি, শর্মিলা যুগ থেকে চলে আসছে। তারপর রবি শাস্ত্রী, অমৃতা সিংয়ের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। টিনসেল টাউনের অভিনেত্রীকে বিয়ে করেছেন বিরাট কোহলি, যুবরাজ সিং, জাহির খান। নিত্যদিনই ঋষভ পন্থ এবং উর্বশী রাউটেলাকে নিয়ে কিছু না কিছু খবর ভেসে আসে। এবার সেই তালিকায় কি নাম লেখাতে চলেছেন মহম্মদ সিরাজ? 

অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই এবার নয়া গুঞ্জন। নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার। কয়েকদিন আগে নিজের বাগদানের কথা জানিয়েছিলেন সিরাজ। কিন্তু বান্ধবীর নাম বা পরিচয় প্রকাশ্যে আনেননি। এবার সেই নিয়েই জল্পনা শুরু। অনেকেই ভাবছে, মাহিরা শর্মাকে ডেট করছেন সিরাজ। বিগ বস খ্যাত ছোট পর্দার অভিনেত্রীর পোস্টে নিয়মত লাইক দিচ্ছেন ভারতীয় তারকা। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর গ্ল্যামারাস ছবিতে লাইক দেন তারকা ক্রিকেটার। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। সেই পোস্টে আট লক্ষ লাইক পড়ে। একটি কালো ব্যাকলেস ড্রেসে দেখা যায় মাহিরাকে। রিয়ালিটি শোতে থাকাকালীন আরেক প্রতিযোগী পরশ ছাবড়ার সঙ্গে সম্পর্কে জড়ান মাহিরা। কিন্তু বেশ কয়েকবাস আগে তাঁদের ব্রেকআপ হয়ে যায়। তারপর থেকেই সিরাজের তাঁর পোস্টে লাইক করার বিষয়টি নজরে আসে। তবে সবটাই জল্পনা স্তরে। এখনও পর্যন্ত সিরাজ বা মাহিরা কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। 

এবার সিরাজকে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌ নিলামে তাঁকে পাওয়ার চেষ্টাও করেনি। ১২.২৫ কোটিতে ভারতীয় পেসারকে নেয় গুজরাট টাইটান্স। তাতেই মন ভেঙেছে সিরাজের। আবেগঘন একটি বিশাল পোস্ট করেন সমর্থকদের উদ্দেশে। জানান, আরসিবি তাঁর কাছে শুধু ফ্রাঞ্চাইজি নয়, একটা আবেগ। তাঁর হৃদয়ের একটা বড় অংশ জুড়ে থাকবে বেঙ্গালুরু। সাত বছর কাটানোয় আরসিবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যান সিরাজ। এবার সেই আবেগ সরিয়ে রেখে নতুন জার্সিতে খেলতে হবে ভারতীয় তারকাকে। সেই চ্যালেঞ্জ অবশ্য গ্রহণ করেছেন সিরাজ।