আজকাল ওয়েবডেস্ক:‌ বিদেশি ক্রিকেটারদের জন্য কড়া নিয়ম আসতে চলেছে আইপিএলে। ফ্রাঞ্চাইজি মালিকদের কথায়, অনেক ক্ষেত্রেই দেখা গেছে, বেশ কিছু ক্রিকেটার নির্দিষ্ট কারণ ছাড়াই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। সেই তালিকায় অতীতে বেন স্টোকস, জোফ্রা আর্চার, জেসন রায়রা ছিলেন। ফ্রাঞ্চাইজির দাবি, এভাবে উপযুক্ত কারণ না দেখিয়ে নিলামের পর আচমকা বিদেশি ক্রিকেটাররা নাম তুলে নেওয়ায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে। ভুগতে হয়েছে দলগুলিকে। তাই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্রাঞ্চাইজি মালিকরা অনুরোধ করেছেন সেই সমস্ত ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। প্রয়োজনে সেই সমস্ত ক্রিকেটারদের আইপিএল থেকে নির্বাসনের দাবিও তুলেছে ফ্রাঞ্চাইজিগুলি।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ‘‌বৈঠকে এই বিষয়টি নিয়ে রীতিমতো সোচ্চার হয়েছেন ফ্রাঞ্চাইজি মালিকরা। নির্দিষ্ট কারণ ছাড়াই আইপিএল থেকে ক্রিকেটারদের নাম তুলে নেওয়ায় রীতিমতো বিরক্ত দলগুলি। ওই বিদেশি ক্রিকেটারদের নির্বাসন দাবি করা হয়েছে।’‌ এদিকে, সূত্রের দাবি, বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়েছে, নিলামের আগে দলগুলির ক্রিকেটার কেনার খরচ আরও ২০ থেকে ২৫ শতাংশ বাড়াতে চলেছে গভর্নিং কাউন্সিল। ক্রিকেটার রিটেনশন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।