আজকাল ওয়েবডেস্ক: কলকাতার অধিনায়ক গেলেন পাঞ্জাবে। প্রীতি জিন্টার দলকে এবার নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় পাঞ্জাবে যাওয়ার পরে শ্রেয়াস আইয়ার জানান তিনি তাকিয়ে রয়েছেন এই মরশুমের দিকে। 

পাঞ্জাবের অধিনায়ক রিকি পন্টিং বলছেন, ''আমার সঙ্গে শ্রেয়সের কথা হয়নি। আমি ওকে ফোন করার চেষ্টা করেছিলাম। কিন্তু ও ফোনই ধরেনি। অতীতে শ্রেয়সের সঙ্গে কাজ করেছি। আইপিএলে ও সফল অধিনায়ক। দিল্লিতে তিন-চার বছর ওর সঙ্গে কাজ করেছি। ওকে ফিরে পেয়ে আমি খুশি।'' 

শ্রেয়সকে‌ পাওয়ার জন্য ঝাঁপায় কেকেআর, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটলস। কিন্তু নিলামে দর দশ কোটি ছাপিয়ে যাওয়ার পরই পিছিয়ে যায় কলকাতা। হাড্ডাহাড্ডি লড়াই চলে পাঞ্জাব এবং দিল্লির মধ্যে। দর ক্রমশ বাড়তে থাকে। শেষপর্যন্ত ২৬.৭৫ কোটির আকাশছোঁয়া অঙ্কে নাইটদের অধিনায়ককে নিল পাঞ্জাব।

শেষ‌ মিনিট পর্যন্ত তাঁর প্রাক্তন দল দিল্লি লড়াইয়ে ছিল। আইপিএল নিলামের আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রেয়স। পন্টিং সেই প্রসঙ্গে বলছেন, ''ও ভাল রান পেয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। ৫০ বলে ১৩০ রান করে। আইপিএলে যদি আমাদের হয়ে এরকম খেলতে পারে, তাহলেই আমি খুশি।''