আজকাল ওয়েবডেস্ক: প্রায় চার মাস পর ফের সংবাদ শিরোনামে উঠতে চলেছে আইপিএল। ইতিমধ্যেই কোটিপতি লিগের দশটি ফ্র্যাঞ্চাইজি শুরু করে দিয়েছে প্রস্তুতি।

নিজেদের স্কোয়াড গোছানোর কাজ চলছে জোরকদমে। সূত্রের খবর, ১৫ নভেম্বরের মধ্যে প্রতিটি দলকে তাদের রিটেন খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে হবে।

তবে পুরোটাই এখনও জল্পনার পর্যায়ে। সরকারি ভাবে আইপিএলের তরফে কোনও ঘোষণা করা হয়নি। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হতে পারে আগামী ১৫ ডিসেম্বর।

এবারে নিলাম অনুষ্ঠিত হতে পারে ভারতেই। উল্লেখ্য, গত দুই আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল বিদেশে। ২০২৫ সালের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়।

গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে নেয়।

ফাফ ডু প্লেসি দলের নেতৃত্ব ছাড়ার পর রজত পাতিদারকে অধিনায়ক করা হয়, এবং তিনি আগামী মরশুমেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন।  

এবারের নিলাম বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে দুই ঐতিহ্যবাহী দলের জন্য। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এবং প্রথম আসরের বিজয়ী রাজস্থান রয়্যালসের (RR) জন্য। গত মরশুমে এই দুই দলই সবচেয়ে নিচে শেষ করেছিল।

চেন্নাই সুপার কিংস এবার বড় অঙ্কের অর্থ নিয়ে নিলামে নামতে পারবে। কারণ দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন।

২০২৫ মরশুমে ৯.৭৫ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল সিএসকে। দীর্ঘ সময় পর তিনি তাঁর পুরনো দলে ফিরেছিলেন।

তবে পারফরম্যান্সের নিরিখে গত আইপিএল মরশুম খুব একটা ভাল যায়নি অশ্বিনের। রুতুরাজ গায়কওয়াডের নেতৃত্বাধীন দল এবার নতুন করে পরিকল্পনা নিয়ে নিলামে নামতে পারে।

অন্যদিকে, রাজস্থান রয়্যালসকেও মুখোমুখি হতে হচ্ছে বড় সিদ্ধান্তের—কারণ জল্পনা চলছে যে, তাদের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ট্রেড করা হতে পারে।