আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ চলাকালীন ব্যাটারের ব্যাটের সাইজ মাপলেন আম্পায়াররা। এমন ঘটনা অতীতে দেখা যায়নি। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ এবং দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে এই ঘটনা ঘটে। 

আগে ড্রেসিং রুমে মাপা হত ব্যাটের সাইজ। কিন্তু রবিবারের দুটো ম্যাচেই মাঠের মধ্যে ব্যাটের সাইজ খতিয়ে দেখেন দুই আম্পায়ার।  

রাজস্থান বনাম বেঙ্গালুরু ম্যাচের সময়ে রাজস্থানের শিমরন হেটমায়ার,  নীতীশ রানা এবং বেঙ্গালুরুর ফিল সল্টের ব্যাট মেপে দেখেন আম্পায়ার নীতীন মেনন এবং সাইধারশান কুমার। দিল্লি-মুম্বই ম্যাচেও একই ঘটনা দেখা যায়। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট পরীক্ষা করেন আম্পায়ার ক্রিস গ্যাফানি ও বিনোদ সেশান।

আম্পায়ারদের পরীক্ষায় দেখা যায় ব্যাট ঠিকই রয়েছে। কিন্তু অন্যান্য বারের আইপিএলে এমন দৃশ্য দেখা যায়নি। এবারই এই ঘটনা দেখা গেল।  দিল্লি ও মুম্বই ম্যাচে লেগে গেল করুণ নায়ার ও যশপ্রীত বুমরার মধ্যে। রান নেওয়ার সময়ে দুই ক্রিকেটারের মধ্যে ধাক্কা লাগে। তা নিয়েই যত ঝামেলার সূত্রপাত।  

বুমরার বোলিংয়ে রান নেওয়ার সময়ে নায়ারের সঙ্গে ধাক্কা লাগে তারকা পেসারের। ব্যাটসম্যান নায়ারের সঙ্গে ধাক্কায় মেজাজ হারান বুম বুম বুমরা। নিজের অবস্থান পরিষ্কার করার জন্য করুণ নায়ারকে কথা বলতে দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে।

করুণ নায়ারের পিঠ চাপড়ে দেন মুম্বই অধিনায়ক। এদিকে বুমরা এগিয়ে এসে কিছু একটা বলেন নায়ারকে। তিনিও জবাব দেন বুমরাকে। দুই ক্রিকেটারের মধ্যে কী কথাবার্তা হয়েছিল, তা জানা না গেলেও বোঝা যায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। দূরে দাঁড়ানো রোহিত শর্মার অঙ্গভঙ্গি এদিকে ভাইরাল হয়ে যায়। হিটম্যান এমন করছিলেন, যা দেখে হাসবেন সবাই।