আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালসকে হারানোর পরে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বিপজ্জনক প্রতিপক্ষ। এই ম্যাচটা জিততে চান শাহরুখ খান। অতীতেও তিনি তাঁর নাইচদের বলতেন, ''ওয়াংখেড়েতে এই ম্যাচটা অন্তত আমার জন্য জিতো তোমরা।''
মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য ভাল অবস্থায় নেই। টানা দুটো ম্যাচ হেরে বসে আছে। তৃতীয় ম্যাচ কেকেআরের সঙ্গে। পারবে কি মুম্বই জয় ছিনিয়ে নিতে? কলকাতা কি শাহরুখের মুখে হাসি ফোঁটাতে পারবে ম্যাচ জিতে?
সেটা অবশ্য বলবে সময়, তবে মাঠে নামার আগে কেকেআরের জন্য সুখবর। মুম্বইয়ের বিরুদ্ধে হয়তো কলকাতা পাবে তাদের অভিজ্ঞ নাইট সুনীল নারিনকে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে অসুস্থ হয়ে পড়েন নারিন। সেই কারণে মাঠে নামতে পারেননি তিনি। মইন আলিকে য়ুদ্ধকালীন তৎপরতায় নামিয়ে দেওয়া হয়। মইন নিজের নামের প্রতি সুবিচার করেন।
কেকেআর শিবির থেকে যে খবর বেরিয়ে আসছে, তাতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সুনীল নারিন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন ক্যারিবিয়ান রহস্য স্পিনার।
নারিন ফিরলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করে দেবেন। ওপেন করতে হয়তো নামবেন তিনি। আর ওপেনিংয়ে নারিন যে কতটা ভয়ঙ্কর তা সবাই জানেন।
