আজকাল ওয়েবডেস্ক: কেকেআর বনাম আরসিবি ম্যাচের আগে অনভিপ্রেত এক ঘটনা ঘটে গেল। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।
বিরাট কোহলিকে অবহেলা করলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। শনিবার উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন এমন ঘটনা ঘটে। তখন অনেকেরই নজরে আসেনি তা। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওয় দেখা গিয়েছে, রিঙ্কু সিং বিরাট কোহলিকে অবজ্ঞাই করেন।
ঘটনাটা কী? উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন শাহরুখ মঞ্চে ডেকে নেন বিরাট কোহলিকে। তার পরেই আসেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং কেকেআর মালিক শাহরুখের সঙ্গে হ্যান্ডশেক করেন। মঞ্চে ওঠার পরে কোহলি হাত বাড়িয়ে দেন রিঙ্কুর দিকে। কিন্তু রিঙ্কু হাত না মিলিয়ে চলে যান। কোহলিও অপ্রস্তুত হয়ে যান এই ঘটনায়।
সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেই দৃশ্য দেখার পরে নেটিজেনরাও অবাক। কোহলির সঙ্গে রিঙ্কুর সম্পর্ক ভাল। তাহলে কী হল যে রিঙ্কু হাত মেলালেন না কোহলির সঙ্গে?
Rinku singh ignored Virat Kohli ???? pic.twitter.com/qg1IAvXKOU
— Ankit Sheoran (@sheoranankit_)Tweet by @sheoranankit_
শাহরুখ অবশ্য কোহলি সম্পর্কে উচ্ছ্বসিত। প্রথম আইপিএল থেকেই কোহলি রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে। এই আঠেরো বছরে কোহলি এখন খাঁটি সোনায় পরিণত হয়েছেন। শাহরুখ তাঁর গানের সঙ্গে পা মেলাতে বলেন কোহলিকে। বিরাটও তাই করেন। রিঙ্কু সিংও নাচেন। তবে ওই হ্যান্ডশেক বিতর্কে তাল কাটল আইপিএলের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের।
