আজকাল ওয়েবডেস্ক: প্রথম আইপিএলেও তিনি ছিলেন তৎকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। নাইট শিবিরের ব্রেন্ডন ম্যাকালাম ম্যাচ নিয়ে চলে গেল, এই দৃশ্য দেখতে হয়েছিল তাঁকে।
সেই ম্যাচের পরে কেটে গিয়েছে ১৮ বছর। বিরাট কোহলি এখন বিরাট হয়ে উঠেছেন। তাঁর পিঠেও ১৮ নম্বর জার্সি। অনেকেই বলছেন, ১৮ বছর, ১৮ নম্বর জার্সি। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবার।
শুরুটা কোহলি করলেন বিরাট অবতারে। দিনের শেষে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকে কেকেআর-কে হারিয়ে তবেই মাঠ ছাড়লেন কোহলি। আর এই ম্যাচে নজিরও গড়লেন তিনি। রেকর্ড এখন কোহলিকে ধাওয়া করে চলেছে। কোহলি রেকর্ডের পিছনে ছুটছেন না।
 
 নাইট স্পিনার সুনীল নারিনের বল লেগ সাইডে খেলে এক রান নিলেন বিরাট কোহলি। আর ওই এক রান তাঁকে পৌঁছে দিল অন্য এক মাইলফলকে। তিনিই প্রথম। তিনিই সেরা। 
গতবারের এলিমিনেটরে ৩৩ রান করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন কোহলি। এদিনের ম্যাচে ৩৮ রান করলেই নাইটদের বিরুদ্ধে হাজার রান পূর্ণ করে ফেলতেন তিনি। সেটাই করলেন তিনি।
আইপিএলে ভিন্ন ভিন্ন চারটি দলের বিরুদ্ধে হাজার রান করা প্রথম ক্রিকেটার বিরাট কোহলিই। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হাজার রান হয়ে গিয়েছিল কোহলির। বাকি ছিল নাইটরা। এদিন সেটাও হয়ে গেল।
কোহলির টি-টোয়েন্টি কেরিয়ারের ৪০০ নম্বর ম্যাচ ছিল এটা। সেই ম্যাচে কোহলি ধরা দিলেন বিরাট অবতারে। ইডেন মাতিয়ে দিলেন কোহলি।
