আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক সংঘাতের আবহে আইপিএল স্থগিত এক সপ্তাহের জন্য। দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা সংশ্লিষ্ট বিদেশিদের দেশে ছেড়ে দিচ্ছে।
বিদেশিদের সুরক্ষা নিয়ে বিভিন্ন দেশের ক্রিকেট সংস্থাগুলিও রীতিমতো উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও সমঝোতা নয়। তাদের সুরেই সুর মিলিয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও।
আইপিএল স্থগিত হওয়ার সিদ্ধান্তের পর বিদেশি ক্রিকেটার ও সাপর্টে স্টাফরা দ্রুত যে যাঁর দেশে ফিরতে মরিয়া।
এর মধ্যেই খবর, ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ খবর জানিয়েছেন। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএল নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ধর্মশালায় অনুষ্ঠিত পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকেই জল্পনা চলছি সাময়িক স্থগিত হতে পারে আইপিএল। শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ রাখা হচ্ছে।
পরিবর্তিত পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাইকে সম্ভাব্য ভেন্যু বলে ধরা হয়েছিল।
এখন কী হয় সেটাই দেখার।
