আজকাল ওয়েবডেস্ক: দিল্লিকে মাটি ধরিয়ে ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয় হয়। সেই ম্যাচে অপেক্ষাকৃত কম প্রচলিত এক নিয়মের ফাঁদে পড়ে শাস্তি পেয়েছে মুম্বই। ক্রিকেটে এই নিয়ম 'অফ সাইড ফিল্ডার্স' নামে পরিচিত। এই নিয়ম ভাঙার ফলে আম্পায়ার নো বল ডাকেন।
পঞ্চম ওভারের তৃতীয় বলের ঘটনা। ভিপরাজ নিগমকে বোলিং করছিলেন উইল জ্যাকস। সেই সময়ে অফ সাইডে মুম্বই তিন জন ফিল্ডারকে সাজিয়েছিল। আম্পায়ার নো বল ডাকেন। কিন্তু এই নো বল ডাকা নিয়েই যত বিভ্রান্তি!
বল করার সময়ে ক্রিজের বাইরে তো পা বেরোয়নি উইল জ্যাকসের। আবার বলের উচ্চতাও বেশি ছিল না। তাহলে নো বল কীভাবে ডাকলেন আম্পায়ার?
পরে মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা জানতে পারেন আসল কারণ। আইপিএলের ২৮.৪.১ নিয়ম অনুযায়ী, বোলার বল করার সময়ে অন সাইডে পাঁচ জনের বেশি ফিল্ডার রাখতে পারবে না সংশ্লিষ্ট দল।
বল করার সময়ে অফ সাইডে অন্তত চার জন ফিল্ডার থাকতেই হবে। মুম্বই সেই নিয়ম মানেনি। উইল জ্যাকস যখন ভিপরাজ নিগমকে বল করছেন, তখন অফ সাইডে তিন জন প্লেয়ার রেখেছিল মুম্বই। ফলে আম্পায়ার নো বল ডাকেন। ম্যাচে অবশ্য আগাগোড়া দাপট দেখায় মুম্বই। ৫৯ রানে ম্যাচ জিতে হার্দিক পাণ্ডিয়ারা পৌঁছে যান প্লে অফে।
