আজকাল ওয়েবডেস্ক: ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হচ্ছে রোহিত শর্মাকে। কিন্তু কেন? আসল কারণ জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে। 

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ জয়বর্ধনে বলেন, ''শুরুতে চোট ছিল না। বেশ কয়েকটা ম্যাচে রোহিত মাঠে ছিল।'' 

গোড়ার দিকে রোহিত শর্মার ব্যাট কথা বলছিল না। রানের মধ্যে ছিলেন না। সমালোচকরা 'গেল গেল' রব তুলছিলেন। সেই হিটম্যান হঠাৎই ফর্ম ফিরে পান। ১০ ইনিংসে ২৯৩ রান করেন রোহিত। জয়বর্ধনে বলেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে রোহিত ওর চোটের চিকিৎসা করে চলেছে।'' 

সেই কারণে রোহিতের উপরে বেশি চাপ দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। সেই কারণে রোহিতকে মাঠে বেশি না রেখে ব্যাটিংয়ের জন্য রেখে দেওয়া হচ্ছে। জয়বর্ধনে বলেছেন, ''ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা রোহিতকে কেবল ব্যাটিং করার উপরেই নজর দিতে বলেছি।'' 

রোহিত যে চোট নিয়ে আইপিএল খেলছেন, এই তথ্য প্রকাশ্যে এনে জয়বর্ধনে পক্ষান্তরে কিন্ত বিতর্ক তৈরি করে দিলেন।