আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন পাঞ্জাব কিংসের পক্ষে আইপিএল জেতা সম্ভব নয়। পাঞ্জাবের কোচ রিকি পন্টিংয়ের বিরুদ্ধে অতিরিক্ত বিদেশি নির্ভরতার অবিযোগ আনেন মনোজ। 

শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভসিমরন দারুণ জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল পাঞ্জাবকে। কিন্তু তার পরে পাঞ্জাবের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়। ম্যাক্সওয়েলকে পাঠানো হয়, পাঠানো হয় মার্কো জ্যানসেনকে। তাঁরা ব্যর্থ হন। এখানেই আপত্তি মনোজের। 

নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং বলই পাননি খেলার। মনোজ তিওয়ারি বলছেন, পন্টিং যদি বেশি বিদেশি নির্ভর হয়ে পড়েন এবং ভারতীয়দের উপরে আস্থা হারান, তাহলে পাঞ্জাবের পক্ষে আইপিএল  জেতা সম্ভব হবে না। 

সোশ্যাল মিডিয়ায় মনোজ তিওয়ারি লিখেছেন, ''আমার মনে হচ্ছে পাঞ্জাবের পক্ষে এই মরশুমে আইপিএল খেতাব জেতা সম্ভব হবে না। কারণ আমি দেখলাম পাঞ্জাব কোচ   ভারতীয় ব্যাটার নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিংকে পাঠালেনই না। তার পরিবর্তে বিদেশি প্লেয়ারদের উপরে ভরসা রাখলেন। তাঁরা ব্যর্থ হন। ব্যাটিং অর্ডারে ভারতীয় প্লেয়ারদের উপরে ভরসা রাখতেই পারলেন না পন্টিং। যদি এভাবেই তিনি এগোন, তাহলে খেতাব বহু দূরের ব্যাপার।''