আজকাল ওয়েবডেস্ক: তাঁর চার ওভার ফাইনালের ভাগ্য গড়ে দিয়েছে। ম্যাচের সেরাও হন তিনি। নতুন রেকর্ড গড়ে ফেললেন ক্রুনাল পাণ্ডিয়া। দুটো আইপিএল ফাইনালে দুবারই ম্যাচের সেরা তিনি। এমন রেকর্ড কিন্তু স্মরণকালের মধ্যে নেই কারও। ফাইনালের পরে ক্রুনাল পাণ্ডিয়া তাঁর ভাই হার্দিকের সঙ্গে ফোনালাপের কথা ফাঁস করেন। 

তিনি বলেন, ''আমি হার্দিককে বলেছিলাম পাণ্ডিয়াদের বাড়িতে ১১ বছরে ৯টি ট্রফি হবে। আমরা দু'ভাই কঠিন পরিশ্রম করেছি।'' একসময়ে অর্থের অভাবে দুই ভাই ম্যাগি খেয়ে কত দিন কাটিয়েছেন, তার ইয়ত্তা নেই। তারই এখন ফল পাচ্ছেন দুই ভাই। 

২০১৭ সালের ফাইনালে ক্রুনাল ম্যাচের সেরা হয়েছিলেন। সেই সময়ে ক্রনাল পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়। এবার জার্সির রং বদলেও চ্যাম্পিয়ন। ক্রুনাল বলছেন, ''এখানে আমার সময় দারুণ উপভোগ করেছি। প্রথম দিন থেকে নিজেকে বলছিলাম আমি ট্রফি জিততে চাই। সেটাই হল।''   

১১ বছরে ৯টা ট্রফি জয়। ভারতের ক্রিকেটমহলে এমন ঘরের হদিশ জানেন কেউ!