আজকাল ওয়েবডেস্ক: গতবার দলকে চ্যাম্পিয়ন করলেও তাঁকে রিটেনই করা হয়নি। অভিমানী শ্রেয়স আইয়ার চলে যান কিংস পাঞ্জাবে। তিনি এবং রিকি পন্টিং এবারের আইপিএলে ফুল ফোটাচ্ছেন।
কেকেআর থেকে বঞ্চিত হওয়ার পরে আরও বড় অসম্মান জুটল শ্রেয়সের। ট্রফি জয়ের বর্যপূর্তিতে যে ছবি কেকেআর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাতে নেই শ্রেয়স আইয়ার।
সেই ছবিতে লেখা হয়েছে, ''এ ডে দ্যাট উইল লিভ ইন আওয়ার হার্টস ফরএভার। সেলিব্রেটিং ওয়ান ইয়ার অফ আওয়ার থার্ড আইপিএল ক্রাউন।''
ছবিতে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার সহ সবাই থাকলেও নেই শ্রেয়স আইয়ার।
A day that will live in our hearts, forever ????
— KolkataKnightRiders (@KKRiders)
Celebrating 1 year of our third IPL crown ???? ???? pic.twitter.com/EqAzfse5jKTweet by @KKRiders
শ্রেয়সের বঞ্চনা ভাল ভাবে নেননি কলকাতার ভক্তরা। কলকাতার তরফ থেকে যথাযোগ্য সম্মান না পেলেও পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা কিন্তু শ্রেয়স আইয়ার ও রিকি পন্টিং জুটিকে নিয়ে স্বপ্ন দেখছেন। প্রাক্তন অজি ক্রিকেটার রিকি পন্টিং ভূয়সী প্রশংসা করেছেন শ্রেয়সের।
