আজকাল ওয়েবডেস্ক: ৮ মে, ২০২৫। ধর্মশালায় অনুষ্ঠিত পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়ে যায় রাত ৯.৫২ মিনিটে। 

১৭ মে, ২০২৫। এক বলও খেলা হল না চিন্নাস্বামীতে। বৃষ্টিতে ধুয়ে গেল ম্যাচ। বৃষ্টিতে ধুয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়ার স্বপ্ন। যদিও সেই স্বপ্ন ছোঁয়া ছিল খুব কঠিন। বাকি দুটি ম্যাচ জিততেই হবে। তার পরে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। শনিবার চিন্নাস্বামীতেই গতবারের চ্যাম্পিয়নদের দৌড় থেমে গেল এবারের মতো।  

ভারত-পাক সংঘাতের আবহে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বল গড়ানোর কথা ছিল আজ শনিবার থেকে। চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বারুদে ঠাসা ম্যাচ। তার উপরে বিরাট আবেগ কেড়ে নিয়েছে যাবতীয় আকর্ষণ। 

শনিবার আরসিবি-কে হারাতে পারলে নাইটদের ভাগ্য ঝুলে থাকত পরের ম্যাচের জন্য। সেই চিন্নাস্বামী কেকেআরের কাছে ওয়াটারলু হিসেবেই চিহ্নিত হয়ে থাকল। কেকেআরের কাছে পরবর্তী ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। 

বিরাট কোহলিকে নিয়ে আবেগঘন মুহূর্ত চিন্নাস্বামীতে। ভারতের টেস্ট দলের সাদা জার্সিতে চিন্নাস্বামী ভর্তি করার ডাক দিয়েছিলেন বিরাট ভক্তরা। সেই মতোই সাদা জার্সি পরে  বৃষ্টির মধ্যে মাঠে উপস্থিত ছিলেন ভক্তরা। কিন্তু মাঠে আর বল গড়াল কোথায়! 

দর্শক, সমর্থক, কেকেআর-ভক্তদের হতাশায় মুড়ে দিয়ে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। কোহলি ভক্তদেরও কি হতাশায় মুড়ে দিল না বৃষ্টি!  ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল দু'দলের মধ্যে। আরসিবি ১৭ পয়েন্ট নিয়ে চলে গেল এক নম্বরে। কলকাতার পয়েন্ট ১২। কেকেআর ছ'নম্বরে রয়ে গেল।