আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরে চতুর্থ ক্রিকেটার হিসেবে নজির গড়লেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার মণীষ পাণ্ডে।
এই চার তারকা আইপিএলের প্রথম সংস্করণেও ছিলেন। এবারও রয়েছেন। ১৮ বছর ধরে চলছে এই চার জনের আইপিএল পরিক্রমা। রবিবাসরীয় কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে মণীষের দল হেরে যায়। নাইটদের কোনও ব্যাটারই রান পাননি। অশ্বিনী কুমারের বলে ফিরে যাওয়ার আগে মণীষ করেন মাত্র ১৯ রান। রেকর্ড গড়ার দিনে ওয়াংখেড়ের স্ট্যান্ডে রবিবার ছিলেন না তাঁর স্ত্রী অশরিতা।
মণীষ পাণ্ডের ব্যক্তিগত জীবন টালমাটাল। সম্প্রতি সংবাদ মাধ্যমে মণীষ পাণ্ডেকে নিয়ে কালি খরচ হয়েছে প্রচুর। তারকা ক্রিকেটার ও তাঁর তামিল অভিনেত্রী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী।
সৈয়দ মুস্তাক আলি ট্রফি কর্ণাটক জেতার পরদিন বিয়ে করেন মণীষ ও অশরিতা। দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের। সেই সম্পর্কই এখন ভাঙনের মুখে। দক্ষিণ ভারতের মেয়ে অশরিতা। তামিল ও তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকা তিনি।
২০১৯ সালের ২ ডিসেম্বর মণীষ ও অশরিতার বিয়ে হয়। তার আগের দিন সুরাটে অনুষ্ঠিত কর্ণাটক ও তামিলনাড়ুর ফাইনালে মণীষ পাণ্ডে ৪৫ বলে ৬০ রান করেন। কর্ণাটক চ্যাম্পিয়ন হওয়ার পরে সাংবাদিক বৈঠকে মণীষ পাণ্ডেকে বলতে শোনা গিয়েছিল, ''ভারতের সিরিজের দিকে তাকিয়ে রয়েছি। তবে তার আগে আমার আরও একটা গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। আমি আগামিকাল বিয়ে করছি।''
বিয়ের পরে অশরিতা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিরতি নেন। দুই তারকার মধ্যে সম্পর্ক এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে মণীষ ও অশরিতার বিয়ে বিচ্ছেদের পথে। সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে আর অনুসরণ করেন না।
