আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে গেল কোয়ালিফায়ার টু-তে। দুই দলের সম্মিলিত স্কোর ৪৩০। জশপ্রীত বুমরাহর এক ওভার ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিল শেষমেশ।
মুম্বইয়ের দেওয়া পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে শুরুটা মন্থর করে গুজরাট। দ্রুত ফেরেন শুভমান গিল। সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দর তৃতীয় উইকেটে ৮৪ রান জুড়ে ম্যাচে ফেরায় গুজরাটকে।
যখন মনে হচ্ছিল, এই বুঝি গুজরাট ম্যাচ জিতে নেবে, তখনই বুমরাহ বল করতে আসেন। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়ানো মুম্বই কোচ জয়বর্ধনেকে ইশারা করে বুমরাহ আশ্বস্ত করেন, চিন্তা করার কিছু নেই। আমি জানি কী করতে হবে।
গুজরাট যখন ধীরে ধীরে তাঁর উপরে চেপে বসা পাথরটা সরাতে শুরু করেছে একটু একটু করে, তখন জয়বর্ধনে ও কেইরন পোলার্ড ডাগ আউট থেকে বেরিয়ে এসে বুমরাহকে কিছু পরামর্শ দিচ্ছিলেন। বুমরাহর ঈঙ্গিত হিন্দিতে তর্জমা করে ধারাভাষ্যকার যতীন সাপ্রু বলছিলেন, ''বুমরাহ হয়তো কোচকে বলতে চাইলেন, আমার কাজটা করতে দাও।'' চাপ নিতে বারণ করলেন বুমরাহ।
— Nihari Korma (@NihariVsKorma)Tweet by @NihariVsKorma
১৪-তম ওভারে বুমরাহ যখন বল করতে আসেন, দুর্দান্ত একটা ইয়র্কারে সুন্দরকে ফেরান মুম্বই বোলার। ওটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত হয়ে যায়। কিছু পরেই ফিরে যান সুদর্শন। ম্যাচ চলে আসে মুম্বইয়ের হাতের মুঠোয়। বুমরাহ ও জয়বর্ধনের মধ্যে কথোপকথনের মুহূর্ত কিন্তু ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
