আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার তিনি। তাঁর জীবনও রহস্যেই মোড়া হয়তো! তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশি কিছু লেখালেখি হয় না। তিনি নিজেও চুপ থাকেন। তাঁর প্রথম বিয়ে কবে, তার স্পষ্ট দিনক্ষণ পাওয়া যায় না। ভারত কানেকশনের জন্য প্রসিদ্ধ তিনি।

এত পর্যন্ত পড়ার পরে অবাক হতেই পারেন। যাঁর কথা বলা হচ্ছে, তিনি সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার।  প্রতিপক্ষের ব্যাটারকে আউট করার পরেও তাঁর কোনও প্রতিক্রিয়া দেখা যায় না। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতও ভাল তাঁর। গৌতম গম্ভীর ক্যারিবিয়ান এই তারকাকে ওপেনার হিসেবে নিয়ে আসেন গতবার। তার পর থেকেই ফল পান। 

এবার অবশ্য নারিনের কাছ থেকে যা প্রত্যাশিত ছিল, তা পাওয়া যায়নি। সুনীল নারিনের বাবা সুনীল গাভাসকরের ভক্ত ছিলেন। সেই থেকেই ছেলের নাম রেখেছিলেন সুনীল। নারিনের দুটো বিয়ে। প্রথম বিয়ে টেকেনি বেশিদিন। 

প্রথম স্ত্রীর নাম নন্দিতা কুমার। তিনি ভারতীয় বংশোদ্ভূত। ২০১৩ সালে নারিনের সঙ্গে বিয়ে হয় নন্দিতা কুমারের। কিন্তু বিয়ের পরই নন্দিতার সঙ্গে সম্পর্কের অবনতি হয় নারিনের। দ্রুত  বিচ্ছেদ হয় নন্দিতার সঙ্গে। এই নন্দিতা কেকেআর মালিক শাহরুখ খানের ভক্ত। বলিউড বাদশার সঙ্গে তাঁর ছবিও রয়েছে। 

সুনীল নারিনের বর্তমান স্ত্রী অ্যাঞ্জেলিয়া সুচিত। তিনি ফ্যাশন ডিজাইনার। ত্রিনিদাদে তাঁর নিজস্ব ফ্যাশন কালেকশনও রয়েছে। তার নাম 'দ্য ফ্যাশন অ্যাটেলিয়ার'। নারিন ও অ্যাঞ্জেলিয়ার বিয়ের দিনক্ষণ সম্পর্কে বেশি কিছু জানা যায় না। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিয়ে হয় সুনীল নারিন ও অ্যাঞ্জেলিয়ার। ২০২১ সালে দু'জনের সংসারে আসে শিশুপুত্র। তার নাম রাখা হয় সিলাস নারিন।

কেকেআরের হয়ে তিনবার আইপিএল খেতাব জিতেছেন নারিন। ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেই দলের সদস্য ছিলেন সুনীল নারিন। এবার অবশ্য প্লে অফেই পৌঁছতে পারেনি কেকেআর।