আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৬ বছর হয়ে গেল। তাঁর ভক্ত সংখ্যাও রীতিমতো ঈর্ষার। দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং বলছেন, ধোনির সমর্থকরাই আসল। বাকিদের সমর্থকরা ভাড়াটে। 

শনিবার স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বল গড়ানোর কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে  এক বলও খেলা হয়নি। বিরাটকে দেখতে, তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে ভারতের টেস্ট দলের সাদা জার্সি পরে সমর্থকরা এসেছিলেন মাঠে্। ভাজ্জি বলেছেন, ধোনির ভক্তরাই আসল ভক্ত। বাকি যা দেখা যায় তাঁরা ভাড়াটে। 

সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময়ে ভাজ্জি কথাগুলো বলেছেন। পরের মরশুমেও ধোনি খেলবেন বলে শোনা  যাচ্ছে। সেই প্রসঙ্গে হরভজন বলেছেন, ''ধোনি যতদিন খেলতে চায় খেলুক। আমি যদি দলের মালিক হতাম তাহলে অন্য সিদ্ধান্ত নিতাম। ভক্ত-সমর্থকরা চান ধোনি খেলা চালিয়ে য়ান। সত্যিকারের সমর্থকগোষ্ঠী রয়েছে একমাত্র ধোনিরই। বাকি সব সোশ্যাল মিডিয়া।  ভাড়াটে সমর্থকও আছে।'' 

পাঞ্জাবতনয়ের সুরে সুর মিলিয়েছেন দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনিও বলেন, ''ধোনির ভক্তরাই আসল। অন্যদের ভাড়াটে।''