আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স কোচদের একহাত নিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। মাহেলা জয়বর্ধনে, লাসিথ মালিঙ্গা, পরস মাম্বরে এবং কাইরন পোলার্ড এই মুম্বইয়ের কোচ। কোচদের অতিরিক্ত জড়িত থাকার জন্য হার্দিক পাণ্ডিয়ার দল বিধ্বস্ত হয়েছে।
পাঞ্জাবের কাছে হেরে মুম্বইয়ের বিদায়ের পরে হরভজন সিং বলেন, ''মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটের দিকে তাকান। যখন রান দিচ্ছে বোলাররা, তখন বাইরে থেকে মাত্রাতিরিক্ত পরামর্শ ভেসে আসে। বুমরাহর মতো বোলারকে বাইরে থেকে বলা হচ্ছে, কী করতে হবে, কী করতে হবে না। ড্রেসিং রুম শান্ত থাকা প্রযোজন। কোচরা কেবল পরামর্শ দেবেন। হতাশা প্রকাশ তাঁরা করবেন না। আমার মনে হয় এগুলো যখন বেশি করে হয়, তখন দলের স্পিরিট নষ্ট হয়।''
মুম্বইয়ের এই পতনের জন্য মাহেলা জয়বর্ধনেকে দায়ি করেছেন ভাজ্জি। তিনি বলেন, ''মাহেলা জয়বর্ধনে তাঁর কেরিয়ারে সফল। কিন্তু প্লেয়ার হিসেবে কখনওই আইপিএল জেতেনি। কোচ হিসেবে মুম্বইকে গড়ে তুলেছে ঠিকই তবে প্লে অফে অন্য মাহেলাকে দেখা গেল। ওকে দেখে বিরক্তই লেগেছে। কখনও কখনও ক্রিকেটারদের উপরে বিশ্বাস রাখা দরকার, তাদের স্বাভাবিক খেলা খেলতে দেওয়া উচিত।''
