আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে রাজস্থান রয়্যালসের হতশ্রী পারফরম্যান্স দেখার পরে রাহুল দ্রাবিড়ের দলের সমালোচনা করলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন কোচ মার্ক বাউচার।
দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পরে বাউচার প্রশ্ন তোলেন, রাজস্থান রয়্যালস তরুণদের উপরে ভরসা করতে গিয়ে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সেভাবে খেলানো হচ্ছে না।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেট কিপার ব্যাটার বাউচার বলছেন, ''প্রতিভার স্ফুরণের জায়গা আইপিএল নয়। এটা পুরনো প্রোডাক্টে পর্যবসিত হয়েছে। পরবর্তী তিন বছরে ভাল করব, এই মানসিকতা নিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজিই দল গঠন করে না।''
অম্বতি রায়ডু বলেন, ''রাজস্থান রয়্যালসকে নিয়ে এই প্রশ্ন ঘোরাফেরা করে আমার মনে। গত কয়েকবছর ধরে ওরা তরুণ প্লেয়ারদের দলে নেওয়ার উপরেই জোর দিচ্ছে। ওরা কী পেয়েছে? ১৭ বছর আগে ওরা শেষবার আইপিএল খেতাব জিতেছিল।''
