আজকাল ওয়েবডেস্ক: জস বাটলার ঝড়ে উড়েই গেল আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ১৬৯ রান। রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ১৭.৫ ওভারে ম্যাচ জিতে নেয়।
বাটলার ৩৯ বলে ৭৩ রানে অপরাজিত থেকে যান। এর আগে রাজস্থান রয়্যালস দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন বাটলার। এবারের মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালস স্থির করে বাটলারকে রিটেন করা হবে না। নিলামে গুজরাট টাইটান্স ১৫.৭৫ কোটির বিনিময়ে দলে নেয় বাটলারকে। আরসিবি-র বিরুদ্ধে ঝলসে উঠল ইংল্যান্ড তারকার ব্যাট। আর ক্রিকেটবিশ্ব জানে বাটলারের মতো তারকা একবার জ্বলে উঠলে তিনি তাঁর দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বাটলারের পারফরম্যান্স দেখে দারুণ খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। বাটলারের প্রশংসা করে সিধুকে বলতে শোনা গিয়েছে, ''বড় ক্রিকেটাররা জমে গেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়ে। কিন্তু কেউ যদি ২৫-৩০ রান দ্রুত করে আউট হয়ে যায়, তাহলে তাকে ম্যাচ উইনার বলা যাবে না''
বাটলার তারকাদের তারকা। যে কোনও দলের অধিনায়কের কাছে তিনিই তুরুপের তাস। দলের মূল্যবান অস্ত্র।
সিধু ব্যাখ্যা করে বলছেন, ''তিরিশ রান করার পরে কেউ যদি শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জেতায়, তাহলে সেই খেলোয়াড় মূল্যবান বলে বিবেচিত হয়। বাটলার যদি চলতে শুরু করে তাহলে তার দলকে হারানো কঠিন।''
বুধ-সন্ধ্যায় ১৩ বল বাকি থাকতে গুজরাট টাইটান্স ৮ উইকেটে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বিরাট মঞ্চে জ্বলে উঠলেন জস বাটলার।
