আজকাল ওয়েবডেস্ক: আট ম্যাচে পাঁচ হার। জয় তিন। পয়েন্ট টেবিলে সাতে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেও এবার কলকাতা জিততে পারছে না। এখনও অবধি ঘরের মাঠে চার ম্যাচ খেলে জয় এসেছে একটিতে। আর দুটি জয় অ্যাওয়ে ম্যাচে।

সবচেয়ে বড় কথা রাসেল রানে নেই। গত কয়েক বছর ধরেই। তবুও বয়ে বেড়ানো হচ্ছে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। ঘরের মাঠে ১৯৯ রান তাড়া করতে নেমে ১৫৯ রানেই থেমে যাওয়া। রাসেলের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২১। মারতে গিয়ে স্টাম্পড হয়েছেন। খেলা শেষে কেকেআর মেন্টর ডোয়েন ব্রাভো বলেছেন, ''‌রাসেল কেকেআরের একজন অভিজ্ঞ ও সফল ক্রিকেটার। গত কয়েকটা ম্যাচে লেগ স্পিনারদের বলে আউট হয়েছে। তবে আমি একজনকে নিয়ে বলব না। দল হিসেবে ভাল ব্যাটিং হচ্ছে না আমাদের। রাসেল একাই যে ব্যর্থ হচ্ছে তা নয়। দল হিসেবে সবাইকে সমর্থন করাটা দরকার। আরও ভাল প্রস্তুতি নিতে হবে। আইপিএল কঠিন টুর্নামেন্ট। যেখানে ভাল শুরু না হলে ব্যাটাররা একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।'' 

কেকেআরের এই বিপর্যয়ের ব্যাখ্যা করতে গিয়ে  দলের থ্রি আর-এর ব্যর্থতার কথাই বলছেন দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনি বলেন, ''ভেঙ্কটেশ আইয়ার একটা ভাল ইনিংস  খেলেছে। কুইন্টন ডি ককও একটা ভাল ইনিংস খেলেছে। সুনীল নারিনওতাই। এখনও পর্যন্ত রাসেল, রিঙ্কু ও রামনদীপ একটাও ভাল ইনিংস খেলতে পারেনি। এটাই কেকেআরের সমস্যা।'' 

কাগজে কলমে কেকেআরের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। কিন্তু কেকেআরের ব্যাটসম্যানরা সবাই মিলে ঝলসে উঠতে পারছেন না। চোপড়া বলেন, ''গত ম্যাচে ৯৫ রানে অল ডাউন হয়েছে কেকেআর। মুম্বইয়ের বিরুদ্ধে ১১৫-র কাছাকাছি রানে মুড়িয়ে গিয়েছে ইনিংস। ব্যাটিংয়ে গভীরতা থাকলেও সবাই অবদান রাখতে পারেছে না।'' এই কারণেই কেকেআর নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না।