আজকাল ওয়েবডেস্ক: চিপকে ব্যাটিং বিপর্যয় ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। কিন্তু বাংলাদেশ পেসার হাসান মামুদের পেসের সামনে ধরাশায়ী হয়ে পড়ে ভারতের টপ অর্ডার। একে একে ফিরে যান রোহিত (৬), গিল (০), বিরাট (৬)। মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় ভারতের।
এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় সমালোচনা। বিশেষ করে শুভমান গিলের আউট নিয়ে। নেটিজেনরা গিলকে ভারতীয় ক্রিকেটের ‘বাবর আজম’ আখ্যা দিয়ে দেন। হাসানের বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। অনর্থক ব্যাট চালিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান গিল। অথচ বলটা খেলার কোনও দরকারই ছিল না। এরপরই নেটিজেনরা একের পর এক মন্তব্য করতে থাকেন। এক জন বলেন, ‘শুভমান গিল প্রতিদিন প্রমাণ করছে সে ভারতীয় ক্রিকেটের বাবর আজম।’ আর একজন বলেছেন, ‘শুভমান গিল প্রতিদিন প্রমাণ করছেন যে তিনি ভারতীয় ক্রিকেটের বাবর আজম। যে পারফরম্যান্স নয়, সুন্দর চেহারার জন্য দলে রয়েছে।’ আর একজন বলেছেন, ‘ওয়ানডে ঠিক আছে। টেস্ট খেলার যোগ্যতাই নেই গিলের।’
এদিকে ভারতীয় দল রীতিমতো চাপে পড়ে গেছে শুরুতেই তিন উইকেট খুইয়ে। চিপকের উইকেটে এবার রয়েছে সবুজের আভা। পরিস্থিতি সামলাচ্ছেন যশশ্বী ও ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা ঋষভ পন্থ।
