আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতের প্রত্যাঘ্যাত চলছেই। ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খববর প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারত থেকে দেখা যাচ্ছে না শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও।

শুধুমাত্র ইউটিউব চ্যানেল নয়, এবার জানা গেল পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মহম্মদ রিজওয়ান ও বাবর আজম-সহ একাধিক ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও এদেশ থেকে ব্লকই দেখাচ্ছে। 

বাবর ও রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাঁরাই দেখার চেষ্টা করছেন, তাঁদের কাছে একটি বার্তা যাচ্ছে, ''অ্যাকাউন্ট নট অ্যাভেইলেবল ইন ইন্ডিয়া। দিজ ইজ বিকজ উই কমপাইল্ড উইথ আ লিগ্যাল রিকোয়েস্ট টু রেস্ট্রিক্ট  দিস কন্টেন্ট।''

এর আগে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল-সহ ১৬টি  ইউটিউব চ্যানেলকে ব্লক করা হয়েছিল। 

সেই ইউটিউব চ্যানেলগুলো খোলার চেষ্টা করা হলে দর্শকদের সামনে একটি  বার্তা ভাসছিল। আর তা হল, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের নির্দেশের জন্য এই ইউটিউবের কন্টেন্ট বর্তমানে এই দেশ থেকে উপলব্ধ নয়।