আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা লিগ চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে মেসারার্সকে উড়িয়ে দিয়েছিল ৭–১ গোলে। শুক্রবার সেই স্টেডিয়ামেই দ্বিতীয় ম্যাচে নামছে লাল হলুদ বাহিনী। প্রতিপক্ষ সুরুচি সঙ্ঘ। 


দলে যাতে আত্মতুষ্টি না আসে তা নিয়ে সতর্ক কোচ বিনো জর্জ। প্রথম ম্যাচে হাফডজন ভিন্ন ফুটবলার গোল করেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে নামার আগে ফরোয়ার্ড লাইন নিয়েই কিছুটা চাপই রয়েছে বিনো জর্জের উপর। কারণ আগের ম্যাচে শুরু থেকে খেলা মনোতোষ মাঝি চোটের জন্য দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত। বৃহস্পতিবার তিনি মাঠে এলেও সাইডলাইনে বসেছিলেন। প্রসঙ্গত, মেসারার্সের বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন মনোতোষই। 


অন্যদিকে প্রথম ম্যাচে জোড়া গোল করা জেসিন টিকে পুরো ম্যাচ খেলার মতো ফিট নন। প্রথম ম্যাচে তিনি পরিবর্ত হিসেবে নেমে গোল পেয়েছিলেন। বৃহস্পতিবার তিনিও উপস্থিত ছিলেন অনুশীলনে। তবে সিচুয়েশন প্র্যাকটিসের সময় ছিলেন না। এই যখন অবস্থা, তখন সুরুচির বিরুদ্ধে নতুন ভূমিকায় দেখা যেতে পারে সায়ন ব্যানার্জিকে। সেক্ষেত্রে উইংয়ে শুরু করতে পারেন বিজয় মুর্মু বা মহম্মদ রোশাল। 


অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে কালীঘাট মিলন সঙ্ঘকে চার গোলে হারিয়েছে সুরুচি সঙ্ঘ। বেশ আত্মবিশ্বাসী তারা। ছন্দে রয়েছেন রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। এখন দেখার লাল হলুদের জয়রথ থামাতে পারে কিনা সুরুচি।