আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে জেতার পরে পর পর দুটো ম্যাচেই হার মেনেছে হরমনপ্রীত কৌরের দল। মহিলাদের ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারতের মহিলা ক্রিকেট দল। মন্থর ওভার রেটের জন্য তাদের ম্যাচ ফি-র পাঁচ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

হরমনপ্রীত মেনে নিয়েছেন সেই শাস্তি। প্রথম দুই ম্যাচ জিতে শুরুটা ভাল করেছিল ভারতের মহিলা দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে প্রথমে হার। তার পরে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। এই দুই হারের ফলে নক আউটে যাওয়ার রাস্তা কঠিন হতে চলেছে ভারতের মহিলা দলের। আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের। সেই ম্যাচ ভারতের কাছে ডু অ্যান্ড ডাই। 

আরও পড়ুন: গোল করেও সেলিব্রেশন নেই দিমির, মোহনবাগানের জয়ে শিল্ড ফাইনালে ডার্বি...

অ্যালিসা হিলির তাণ্ডবে গত রবিবার হার মেনেছিল ভারত। ৩৩০ রান করেও ভারত হার মানল অস্ট্রেলিয়ার কাছে। বলা ভাল ভারত হেরে গেল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির কাছে। ভারতের রান তাড়া করতে নেমে ১০৭ বলে দুর্দান্ত ১৪২ রানের ইনিংস খেলেন হিলি। ২১টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। এলিসে পেরিও অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা অবলম্বন করেন। তিনি অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান। ৩৩০ রানের পুঁজি হাতে নিয়েও ভারতীয় বোলাররা ম্যাচটা বের করতে পারলেন না।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জেতার পরে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হয়েছে ভারতের মহিলা দলকে। রবিবারের বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল করল ৩৩০ রান। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে বোলিং ব্যর্থতাতেই ভারতকে হার মানতে হয়েছিল। রবি সন্ধ্যায় ভারতের বোলিং কীরকম হয়, সেটাই দেখার। এদিন বড় রান করেও ভারত ম্যাচটা বের করতে পারল না। অজিদের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। এক বছরে এক হাজার রান। দ্রুততম হিসেবে পাঁচ হাজার রান ও কনিষ্ঠতম হিসেবে পাঁচ হাজার রান করেন ভারতের ওপেনার স্মৃতি। মহিলাদের বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে উদ্বোধন করা হল মিতালি রাজ স্ট্যান্ডের।

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা ছিলই। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। ভারতের মহিলা দল যেভাবে খেলা শুরু করেছিল, তাতে আরও বেশি রান হতেই পারত। স্মৃতি মান্ধানা ও প্রতীক্ষা রাওয়াল ওপেন করতে নেমে ১৫৫ রান করেন। প্রতীক্ষা ৯৬ বলে ৭৫ রান করেন। ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। অন্যদিকে স্মৃতি ৬৬ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাংরান তিনি। যেভাবে শুরু করে দিয়েছিলেন প্রতীক্ষা ও স্মৃতি, সেই মোমেন্টাম ধরে রাখতে পারেননি বাকিরা। ম্যাচ হারতে হল, সেই সঙ্গে শাস্তিও জুটল হরমনপ্রীতদের। 

আরও পড়ুন: একটি টেস্ট জিতেই ভারতকে টপকে গেল পাকিস্তান!‌ কী করে হল সম্ভব জেনে নিন