আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থের চোট নিয়ে বড়সড় আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ।
শনিবার সিরিজ শুরুর আগের দিন ভদোদরার স্টেডিয়ামে নেটে ব্যাটিং করার সময় পেটের পাশে ডান দিকের অংশে চোট পান তিনি। বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী, অনুশীলনের সময় হঠাৎ করেই ওই অংশে তীব্র ব্যথা অনুভব করেন পন্ত।
সঙ্গে সঙ্গেই তাঁকে এমআরআই স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। বিসিসিআই মেডিক্যাল টিম একজন বিশেষজ্ঞের সঙ্গে তাঁর ক্লিনিক্যাল ও রেডিওলজিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে।
পরীক্ষার পর জানা যায়, পন্থের সাইড স্ট্রেন হয়েছে। অর্থাৎ, ওই মাংসপেশি ছিঁড়ে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে। এই চোটের কারণে তাঁকে পুরো ওয়ানডে সিরিজ থেকেই বাইরে রাখা হয়েছে।
পন্থের অনুপস্থিতিতে, বিজয় হাজারে দুর্দান্ত ফর্মে থাকা ধ্রুব জুরেল ভদোদরায় ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে জুড়েল দুর্দান্ত ছন্দে রয়েছেন।
পন্থ ছিটকে যাওয়ায় নির্বাচকরা দ্রুততার সঙ্গে বেছে নেন জুড়েলকে। উত্তর প্রদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ধ্রুব জুড়েল। সাতটি ম্যাচে ৫৫৮ রানের মালিক তিনি। গড় প্রায় ৯০।
দুটো শতরানের পাশাপাশি চারটি হাফ সেঞ্চুরি করেছেন বিজয় হাজারেতে। উত্তর প্রদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন ধ্রুব জুড়েল। জুড়েলের দুর্দান্ত ফর্মের সৌজন্যে উত্তর প্রদেশ এলিট গ্রুপ বি-তে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে।
সাতটা ম্যাচই জিতেছে উত্তর প্রদেশ। সাত ম্যাচে ২৮ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশের সামনে সৌরাষ্ট্র। সিরিজ শুরুর আগে প্র্যাকটিস সেশনে বিভিন্ন খণ্ডচিত্র দেখা গেল।
রোহিত শর্মা নেটের বাইরে অপেক্ষা করছিলেন। তখন ব্যাটিং প্র্যাকটিস করছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু একটিও বল ব্যাটে লাগাতে পারছিলেন না। সেটা দেখে ভারতীয় পেসারকে কিছু ব্যাটিং টিপস দেন হিটম্যান।
শনিবার বরোদায় ঐচ্ছিক ট্রেনিং সেশন ছিল। কিন্তু উপস্থিত ছিলেন দলের অধিকাংশ ক্রিকেটার। নেটে শুধু ব্যাট করেন রোহিত। শুভমন গিলকে বেশ কিছুক্ষণ নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
রবিবার সবার নজরে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন শ্রেয়স আইয়ার। নেটে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় তাঁকে।
কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ব্যাট করেন। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজাও নেটে বেশ কিছুক্ষণ সময় কাটান। শ্রেয়স, পন্থ এবং সিরাজ রাজ্যের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছিলেন।
৮ জানুয়ারি শেষবার ঘরোয়া ক্রিকেটে দেখা যায় ত্রয়ীকে। অর্থাৎ, সবাই খেলার মধ্যেই আছেন। অন্যদিকে নিউজিল্যান্ড দলে একাধিক তারকা নেই। এই তালিকায় রয়েছেন মিচেল স্ট্যান্টনার, টম লাথাম, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র এবং জেকব ডাফি।
যার ফলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছে। রবিবার বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচ।
১৮ জানুয়ারি তৃতীয় ম্যাচ ইন্দোরে। গতবছর ভারতে এসে টেস্ট সিরিজ জিতলেও, সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে ঘরের মাঠে হারানো সহজ হবে না কিউয়িদের।
