সম্প্রতি হোয়াটসঅ্যাপ ও এসএমএস-এর মাধ্যমে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া গ্রাহকদের লক্ষ্য করে একটি নতুন প্রতারণামূলক বার্তা ছড়িয়ে পড়েছে। বার্তায় দাবি করা হচ্ছে যে, গ্রাহক যদি তাঁর আধার আপডেট না করেন, তাহলে তাঁর এসবিআই ইয়নো অ্যাপ ব্লক হয়ে যাবে। এই ভুয়ো বার্তা ঘিরে ব্যাপক উদ্বেগের মধ্যে সরকার ও ব্যাংক—দু’পক্ষই সতর্ক করেছে সাধারণ মানুষকে।
2
9
সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো-এর Fact Check ইউনিট সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, এটি একটি ফেক রিওয়ার্ড মেসেজ স্ক্যাম। প্রতারকরা নিজেদের এসবিআই হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে আধার আপডেটের অজুহাতে একটি ফাইল ডাউনলোড করানোর চেষ্টা করছে।
3
9
কিন্তু পিআইবি নিশ্চিত করেছে—এই দাবিগুলো সম্পূর্ণ ভুয়া, এবং এসবিআই কোনওভাবেই এই ধরনের বার্তা পাঠায় না, বিশেষ করে এপিকে ডাউনলোড লিঙ্ক কখনোই না। এটি আসলে একটি ফিশিং তৎপরতা, যাতে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করা যায়।
4
9
এই স্ক্যামে প্রতারকরা গ্রাহকদের মোবাইলে একটি লিঙ্ক পাঠায়। লিঙ্কে ক্লিক করলে একটি এপিকে ফাইল ডাউনলোড হয়। গ্রাহক যদি সেটি ইনস্টল করেন, তাহলে ব্যাংকিং ক্রিডেনশিয়াল, ব্যক্তিগত তথ্য, ওয়ান-টাইম পাসওয়ার্ড, ডেবিট/ক্রেডিট কার্ড ডিটেইল সবকিছুই প্রতারকদের হাতে চলে যেতে পারে। ফলে অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি, অননুমোদিত ট্রান্সফার, এমনকি পরিচয় চুরির মতো অপরাধ ঘটতে পারে।
5
9
এসবিআই গ্রাহকদের উদ্দেশ্যে একটি পৃথক বার্তা প্রকাশ করেছে। ব্যাংক জানিয়েছে, প্রতারকরা নকল কেওয়াইসি আপডেট বা অ্যাপ আপডেটের নাম করে ভুয়া লিঙ্ক পাঠাচ্ছে, যার উদ্দেশ্য শুধু ব্যাংক অ্যাকাউন্ট খালি করা।
6
9
এসবিআই বিশেষভাবে উল্লেখ করেছে ক্লিক করবেন না, ডাউনলোড করবেন না, ইন্টারঅ্যাক্ট করবেন না কোনও সন্দেহজনক লিঙ্কের সাথে। কারণ এসবিআই কখনই এসএমএস বা হোয়াটসঅ্যাপে কোনও অ্যাপ লিঙ্ক পাঠায় না।
7
9
অজানা লিঙ্কে ক্লিক করবেন না। অচেনা অ্যাপ ইনস্টল করবেন না। ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য শেয়ার করবেন না। পিন, ওটিপি বা কার্ড নম্বর কখনোই অপরিচিত কাউকে দেবেন না।
8
9
সন্দেহজনক মেসেজ তাৎক্ষণিক ডিলিট করুন। প্রয়োজনে যোগাযোগ করুন এসবিআই অফিসিয়াল হেল্পলাইনে যদি কেউ এই ধরনের বার্তা পান বা প্রতারণার সন্দেহ করেন।
9
9
ডিজিটাল লেনদেন বাড়ার সাথে সাথে অনলাইন প্রতারণাও বেড়েছে। তাই সচেতনতা ও সতর্কতা এখন সবচেয়ে বড় সুরক্ষা। এই ঘটনাটি আরও একবার মনে করিয়ে দিল যে, সরকারি বা ব্যাংকের নামে এলেই সব তথ্য সত্যি হয় না। একটু সতর্ক থাকলেই আমাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।