আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তা বাড়ালেন ভারতের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। 

নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে আগামী দুটো ওয়ানডে ম্যাচ থেকে ছিটকেই গেলেন ওয়াশিংটন সুন্দর। 

তার পরেই রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চোট সারিয়ে ওয়াশিংটন সুন্দর কি ফিরবেন টি-টোয়েন্টি ফরম্যাটে? 

কিউয়ি সিরিজের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে হাতে সময় বিশেষ নেই। এর মধ্যেই ওয়াশিংটন সুন্দরের চোট কিন্তু উদ্বেগ বাড়াল ভারতের সাজঘরে। 

সুন্দরের চোট কতটা? সেই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র সর্বভারতীয় স্তরের একটি সংবাদমাধ্যমকে বলেছে, ''নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগামী দুটো ওয়ানডে থেকে সাইড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছে ওয়াশিংটন সুন্দর। প্রথম ওয়ানডেতে চোট পায় সুন্দর।'' 

এই নিয়ে দ্বিতীয় ভারতীয় তারকা কিউয়িদের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন। বল গড়ানোর আগেই ছিটকে গিয়েছিলেন উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্থ। এবার ওয়াশিংটন সুন্দর। 

পন্থের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে ধ্রুব জুড়েলকে। সুন্দরের পরিবর্ত হিসেবে কাকে নেওয়া হবে, সেটাই এখন দেখার। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো সেই নাম ঘোষণা করে দেওয়া হবে। 

খেলার শেষে সাংবাদিক বৈঠকে হর্ষিত রানা বলেন, ''ওয়াশিংটনের সাইড স্ট্রেন। ব্যাটিংয়ের সময়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল ওয়াশিংটন সুন্দর। আমাদের মেডিক্যাল টিম ওর শারীরিক অবস্থা খতিয়ে দেখবে।'' 

চোটের জন্য ওয়াশিংটন সুন্দর নিউ জিল্যান্ডের ইনিংসে মাত্র পাঁচ ওভার বল করেন। ২৭ রানের বিনিময়ে একটিও উইকেট নেননি।

পরে আট নম্বরে ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর। তাঁর আগে হর্ষিত রানাকে ব্যাট করতে পাঠানো হয়। ওয়াশিংটন সুন্দরের রান নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু সাত বলে সাত রান করে যান। লোকেশ রাহুলের সঙ্গে ১৬ বলে অপরাজিত ২৭ রানের পার্টনারশিপ গড়েন সুন্দর। ভারত ৬ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়।