আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক গৌতম গম্ভীরকে। দাবি উঠে গিয়েছে সর্বত্র। ইংল্যান্ডে সিরিজ ২–২ ড্র হলেও ঘরের মাঠে পারফরম্যান্স একেবারেই ভাল নয় টিম ইন্ডিয়ার। লাল বলের ক্রিকেটে। 


যদি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সত্যিই টেস্ট দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় গম্ভীরকে সেক্ষেত্রে সহজে নতুন কাজ পাবেন না গম্ভীর। কারণ, আইসল্যান্ডের মতো দেশও জানিয়ে দিল, তারা গম্ভীরকে নেবে না।


বিশ্বক্রিকেটে সদ্য আসা আইসল্যান্ড জানিয়েছে, তারা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছে। তাই তাদের দলে কোচ হিসাবে গম্ভীরের জায়গা নেই। আইসিসির সদস্য তালিকায় না থাকা আইসল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘আমাদের সকল সমর্থকদের জানাচ্ছি, গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের একজন কোচ রয়েছেন এবং ২০২৫–এ আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।’


চলতি বছর লিথুয়ানিয়া, লাটভিয়া, ইউক্রেনের বিরুদ্ধে জিতেছে আইসল্যান্ড ক্রিকেট দল। হেরে গিয়েছে পোল্যান্ডের কাছে। তাই মজার পোস্ট করে গম্ভীরকে নিয়ে মন্তব্য করেছে তারা। এর আগে এরকমই মজা করে আইপিএলের ‘ফ্রড একাদশ’ তৈরি করেছিল তারা। ২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা আইসল্যান্ড গম্ভীরকেও ছেড়ে কথা বলল না। বিশ্বজয়ী ক্রিকেটারকে নিয়ে রীতিমতো মজা করল আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।