আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ান কার মুখোমুখি হতে ভয় পেতেন?
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''ডেল স্টেনকে সামলানো খুব কঠিন ছিল। গতি, আগ্রাসন, স্কিল এবং সেই ভয়ঙ্কর তাকানো। জেমস অ্যান্ডারসনও। চলত স্লেজিং। তা অবশ্য খেলার অঙ্গ। কখনও কখনও স্লেজিং সেরাটা বের করে আনে।''
[আরও পড়ুন: বল ও ব্যাট হাতে অনন্য বোল্ট, কিউয়ি তারকার দাপটে ফাইনালে খেলার আশা জিইয়ে রাখল নিউ ইয়র্ক ]
ভারতীয় দলের হয়ে মোট ২৪টি সেঞ্চুরি, ৫৫টি অর্ধ শতরান করেন তিনি। একসময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর শতরান কে ভুলতে পারেন!
২০২৪ সালের আগস্টে ব্যাট-প্যাড তুলে রাখেন ধাওয়ান। আন্তর্জাতিক কেরিয়ারে ২৬৯টি ম্যাচ খেলেন ধাওয়ান। ১০ হাজারের উপরে রান করেন। জাতীয় দলে তাঁর অবদান ভোলার নয়।
সেই ধাওয়ান এজবাস্টনে ভারতের জয় নিয়ে বলছেন, ''৫৮ বছর পরে এজবাস্টনে জয়ের জন্য গোটা ভারতীয় দলকে অভিনন্দন জানাই। দুর্দান্ত কৃতিত্ব। দ্বিতীয় টেস্টে যেভাবে ঘুরে দাঁড়ায় ভারত, তাতে নিজেদের কঠিন চরিত্র ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার পরিচয় দিয়েছে।''
[আরও পড়ুন: লর্ডস টেস্টে শুরুতে ব্যাটিং করবে ইংল্যান্ড, বৃষ্টি থাবা বসাবে? জানুন ওয়েদারের রিপোর্ট কী বলছে ]
সিরিজের ফলাফল এখন ১-১। জমে গিয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
