আজকাল ওয়েবডেস্ক: সুনীল গাভাসকরকে শ্রদ্ধার্ঘমুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই দেখা যাবে লিটল মাস্টার দাঁড়িয়ে রয়েছেন ব্যাট হাতে। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছিলেন ১০ হাজার রান। সুনীল গাভাসকর চলমান এক কিংবদন্তি। তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে রয়েছে মিথ। ছড়িয়ে রয়েছে কত গল্প। গাভাসকরকে নিয়ে গল্প লোকগাথার পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে গাভাসকরের আত্মিক সম্পর্ক। ওয়াংখেড়ের প্রতিটি ঘাসে লেখা গাভাসকর রূপকথা। তাঁর ভাস্কর্য উন্মোচন করা হয়েছে ওয়াংখেড়েতেমুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গাভাসকরের ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচিত হয়েছেঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং গাভাসকরএছাড়া লিটল মাস্টারের স্ত্রী, পুত্র রোহন গাভাসকরও উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: গম্ভীরের নতুন পদ্ধতি গিলদের সমস্যা আরও বাড়াতে পারে, ভারতের নতুন হেডস্যরকে নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তি স্পিনার

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১১টি টেস্টে তিনি ১, ১২২ রান করেছেন। শচীন তেণ্ডুলকর ১১টি টেস্ট থেকে ৯২১ রানের মালিক। লিটল মাস্টারের টেস্ট সেঞ্চুরি ৫টি। দেশেবিদেশে সর্বত্র রাঙিয়ে গিয়েছেন গাভাসকর। অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজে ৭৭৪ রানের রেকর্ড গড়ে শুরু করেছিলেন টেস্ট ক্রিকেটে পথচলা। সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। ইংল্যান্ডে শুভমান গিল প্রায় ছুঁয়ে ফেলেছিলেন গাভাসকরকে। কিন্তু শেষ পর্যন্ত ভারত অধিনায়ক পারেননি

Sunil Gavaskar

তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য। তিনিই ছিলেন কপিলদের অভিভাবক। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৭টি ম্যাচ খেলেছিলেন। ২২টি সেঞ্চুরিতে তাঁর রান সংখ্যা ৫, ৮৯৮। গাভাসকর বলেন, ''ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি অভিভূত। সবাই এমন সম্মান পায় না'' গাভাসকরের সংযোজন, ''মুম্বই ক্রিকেট সংস্থা আমার মাতৃসমা''

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sharad Pawar (@pawarspeaks)