আজকাল ওয়েবডেস্ক: সুনীল ছেত্রীর অবসরের পর ভারতীয় ফুটবল দল যেন অভিভাবকহীন। ২০২৪ সালে ভারত খেলেছে ১১ টি ম্যাচ। জয় নেই একটিও। হার ছয় ম্যাচে। ড্র পাঁচ ম্যাচ। গোল করেছে চারটি আর খেয়েছে পনেরোটি।
 
 বিতর্ক এবার হাত ধরাধরি করে হেঁটেছে। ইগর স্টিমাচের ছেড়ে যাওয়া। মাঝপথে মানোলো মার্কুয়েজের দায়িত্ব নেওয়া। তার উপর এএফসি এশিয়ান কাপে মুখ থুবড়ে পড়া। টুর্নামেন্টে ভারতের গ্রুপে ছিল সিরিয়া, উজবেকিস্তান ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বেই বিদায় নেয় ভারত। একটা গোল করা তো দূর। গোল লক্ষ্য করে শট মেরেছিল ভারত মোটে পাঁচটি। আর খেয়েছিল ৬ গোল।
 
 বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে আফগানদের কাছে ১–২ গোলে হার দিয়ে বছর শুরু হয়েছিল। তাও আবার ঘরের মাঠে। কুয়েতের সঙ্গে ড্র করলেও কাতারের কাছে বিতর্কিত সিদ্ধান্তে ১–২ হার ভারতকে ছিটকে দেয়। এরপরই স্টিমাচকে সরিয়ে দেওয়া হয়। ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয় ৩ কোটি ৩৬ লক্ষ টাকা। 
 
 এরপর দায়িত্ব দেওয়া হয় মানোলোকে। ততদিনে খেলা ছেড়ে দিয়েছেন ছেত্রী। কিন্তু অভাব কেউ ঢাকতে পারেননি। মানোলোর কোচিংয়ে ভারত খেলেছে চার ম্যাচ। ইন্টার কন্টিনেন্টাল কাপে মালদ্বীপের সঙ্গে ড্র। পরের ম্যাচেই সিরিয়ার কাছে ০–৩ হার। আর শেষ দুটো ম্যাচ ভিয়েতনাম ও মালয়েশিয়ার সঙ্গে ড্র। স্ট্রাইকারে একাধিক ফুটবলারকে খেলানো হয়েছে। কিন্তু ছেত্রীর অভাব কেউ পূরণ করতে পারেননি। মানোলোর কোচিংয়ে ভারত তিনটি ম্যাচ ড্র করে।
 
 এখন দেখার ২০২৫ ভারতীয় ফুটবলের জন্য সুদিন নিয়ে আসে কিনা। 
