আজকাল ওয়েবডেস্ক: করুণ নায়ারকে অগ্রাহ্য করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর এতেই বেজায় চটেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। 

বিজয় হাজারে ট্রফিতে করুণ নায়ার ভাল ছন্দে রয়েছেন। টিম ইন্ডিয়ায় তাঁকে নেওয়াই যায়। 

কিন্তু করুণ নায়ারই ব্রাত্য থেকে  যান। তাঁকে দলে নেওয়ার জন্য উৎসাহ দেখান না নির্বাচকরা। টিম ইন্ডিয়ার হয়ে ২০১৭ সালে শেষ বার তিনি খেলেছেন। হরভজন তাঁর ইউটিউব চ্যানেলে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে একেক জনের ক্ষেত্রে একেক রকম নিয়ম। কারও হাতে যদি ট্যাটু না থাকে তাহলে তাঁকে দলে নেওযা হবে না। 

ভাজ্জি বলছেন, ''কাউকে দলে নেওয়া হয় কেবল দু'ম্যাচের জন্য। আইপিএলের উপরে ভিত্তি করে কাউকে দলে নেওয়া হয়। কিন্তু একেক জনের ক্ষেত্রে একেক রকম নিয়ম কেন? তোমরাই বলছ, রোহিত আর বিরাট রান পাচ্ছে না বলে ওদের রঞ্জিতে পাঠাও। কিন্তু রঞ্জি ট্রফিতে যারা রান করছে, তাদের কেন জাতীয় দলে ডাকা হচ্ছে না? কেন তাদের অবহেলা করা হচ্ছে? তাহলে এরা খেলবে কবে?'' 

একেক জনের ক্ষেত্রে একেক রকম নিয়ম হওয়ায় রুষ্ট হরভজন। তিনি বলছেন, ''যারা রান পাচ্ছে, তাদের খেলানো দরকার। ওর হাতে ট্যাটু নেই বা ফ্যান্সি জামাকাপড় পড়ে না বলে দলে নেওয়া হবে না, এই থিওরিটা ঠিক নয়। ও কি পরিশ্রম করে না?'' 

২০১৮ সালের ইংল্যান্ড সফরের শেষে করুণ নায়ার আর দলে জায়গা পাননি। পঞ্চম টেস্ট খেলতেন করুণ কিন্তু হনুমা বিহারী দলে ঢুকে যান। নায়ার কেবল ৬টি টেস্ট এবং ২টি ওয়ানডে খেলেছেন জাতীয় দলের হেয়ে। 

করুণ নায়ার এখন বিদর্ভের হয়ে খেলছেন। ৬টি ইনিংসে ৬৬৪ রান করেন তিনি। নায়ারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার সম্ভাবনা কউব কম। জুনে ইংল্যান্ড সিরিজে দলে ঢুকতে পারেন করুণ নায়ার।