আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুল নিয়ম করে উইকেটের পিছনে দাঁড়াচ্ছেন। তাই ঋষভ পন্থের জায়গা হয়েছে ডাগ আউটে। পন্থের মতো একজন ম্যাচ উইনারকে বসিয়ে রাখার সিদ্ধান্ত যে কঠিন, সেটা বেশ বুঝতে পারছে ভারতের হেড কোচ থেকে শুরু করে সহকারী প্রশিক্ষকরাও। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। তার আগে টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টিন দুশখ্যাতে বলছেন, ''ঋষভ খেলছে না এটা একদিক থেকে দেখতে গেল কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই পর্যায়ে এসে এটাই তো খেলাটার চরিত্র। খুব বেশি সুযোগ ও পায়নি। তবে ছয় বা সাত নম্বরে যথার্থ সুযোগ পাওয়া কঠিন।'' পন্থ ও লোকেশ রাহুলের মধ্যে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে দলের থিঙ্ক ট্যাঙ্কের।
তবে যে টুকু সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল তাতে তিনি নিজের সেরাটা দিয়েছেন। দুশখ্যাতে বলছেন, ''তৃতীয় ওয়ানডেতে লোকেশ রাহুল ভাল খেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে শেষের দিকে ওর ইনিংস ম্যাচের উপরে প্রভাব ফেলেছে।''
পন্থ ও লোকেশ রাহুল দু'জনেই সেরা উইকেট কিপার। লোকেশ রাহুল এখন খেলছেন। কিন্তু কখন পন্থকে দরকার পড়বে কেউ জানেন না। প্রয়োজনের সময়ে যাতে পন্থ দুদ্দাড়িয়ে নিজের সেরাটা দিতে পারেন, সেই কারণে তৈরি রাখা হচ্ছে। দুশখ্যাতে বলছেন, ''ঋষভকে আমাদের তৈরি রাখতে হবে। কখন ওকে দরকার হবে, আমরা জানি না। তবে এই পর্যায়ের দু'জন উইকেট কিপার থাকা ভাল দলের পক্ষে।''
পন্থ বেঞ্চে বসে থাকায় চাপ বাড়ছে লোকেশ রাহুলের উপরেও। একটু ভুল করলে, নিজেকে প্রয়োগ এবং প্রমাণ করতে না পারলে, তাঁরও জায়গা চলে যাবে। পন্থ ঢুকে পড়বেন একাদশে। এই ভয় তাড়া করে বেড়ায় রাহুলকেও। তিনি বলছেন, '' সত্যি কথা বলতে কী, এই ভয়টা রয়েছে। মিথ্যা বলব না। পন্থ সত্যি সত্যিই অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। ও কী করতে পারে, তা দেখিয়ে দিয়েছে। দ্রুত ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে পন্থের। ফলে সব সময়ে একটা লড়াই রয়েছে। কাকে নামানো হবে, তা নিয়ে কোচ ও ক্যাপ্টেনের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব থেকে যায়।'' পন্থ নিজে খেলছেন না। কিন্তু তাঁকে নিয়ে মাথাব্যথা হচ্ছে দলের অন্দরমহলেই।
