আজকাল ওয়েবডেস্ক: স্য়র ডনের দেশের ব্যর্থতার পরে টিম ইন্ডিয়ার জন্য ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ নামে কিছু নিয়ম তৈরি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। তারই একটি ধারা, অনুশীলনে বা ম্যাচে কোনও ক্রিকেটার নিজে আলাদা করে মাঠে যেতে পারবেন না। সবাইকে একসঙ্গে টিম বাসে করে যেতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে এই নিয়ম লঙ্ঘন করেছেন রবীন্দ্র জাদেজা। তিনি আলাদা করে মাঠে গিয়েছেন।
এর জন্য অবশ্য শাস্তি পেতে হচ্ছে না দেশের তারকা অলরাউন্ডারকে। এই নিয়ম তিনি লঙ্ঘন করেছেন দলের কথা ভেবেই। দ্বিতীয় দিন দল মাঠে নামার আগেই তিনি মাঠে চলে যান ব্যাটিং অনুশীলনের জন্য। এই অনুশীলন কাজেও লেগে যায়।
শুভমান গিলের সঙ্গে ষষ্ঠ উইকেটে দুর্দান্ত জুটি গড়েন। প্রথম দিনে ২১১ রানে ভারত ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন দু'জন। দুশো রানের উপরে তাঁরা পার্টনারশিপ গড়েন। ১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন জাদেজা। সেই জাদেজাই বলেছেন, ''আমার মনে হচ্ছিল, আগে গিয়ে বাড়তি একটু ব্যাটিং করা উচিত, কারণ দ্বিতীয় নতুন বল তখনও বেশ চকচকে ছিল। মনে হয়েছিল, নতুন বল সামলে দিতে পারলে কাজ অনেক সহজ হয়ে যাবে। আমি লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে পেরেছি। পরে ওয়াশিংটন সুন্দর ও শুভমান আরেকটা জুটি গড়ে।''
“ইংল্যান্ডে যত লম্বা সময় ব্যাটিং করা যায়, ততই ভালো। কারণ এখানে কখনোই নিজেকে থিতু মনে হয় না। বল সবসময়ই সুইং করে। যে কোনো সময় বল সুইং করে ব্যাটের কানায় লাগতে পারে বা বোল্ড করে দিতে পারে।”
ধোনির স্যর জাদেজার সংযোজন, ''আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। অধিনায়কের সঙ্গে ক্রিজে থেকে বড় জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দারণ আত্মবিশ্বাস পেয়েছি।''
