আজকাল ওয়েবডেস্ক: ভারতের সাফ জয়। থিম্পুতে অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ২–০ গোলে হারাল বাংলাদেশকে। গতবারও অনূর্ধ্ব ১৭ সাফে বিজয়কেতন উড়িয়েছিল ভারত। এবারও তাই হল।
ম্যাচে ভারতের সঙ্গে কখনওই এঁটে উঠতে পারেনি প্রতিবেশি দেশ। প্রথমার্ধের ১৯ মিনিটে লেইরেনজাম সহজ সুযোগ নষ্ট করেন। সেই সময়ে গোল করতে পারলে ভারতকে গোলের জন্য ৫৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হত না।
৩০ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছিল ভারত। লেভিস জাংমিনলুনের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বাংলাদেশও ভারতের গোল লক্ষ্য করে আক্রমণ শানিয়েছিল। কিন্তু ভারতের গোলকিপার সুরুজ সিং আহেইবামের প্রচেষ্টায় গোল করতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ভারত আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন মহম্মদ কাইফ। ভারত এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রতিরোধ থেমে যায়। ভারত দ্বিতীয় গোলটি করে অ্যাডেড টাইমে। মহম্মদ আরবাশ বক্সের ঠিক মাথা থেকে বাংলাদেশের গোলকিপারকে পরাস্ত করেন।
