আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ভারত পিছিয়ে রয়েছে ২-১-এ। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে ভারতের সাদা বলের ক্রীড়াসূচি জানিয়ে দিল বিসিসিআই।
সেই সিরিজে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। এবারের ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন রোহিত ও কোহলি।
কিন্তু ওয়ানডে ফরম্যাটে তাঁরা খেলছেন। এখনও দুই ভারতীয় তারকা সেরা বক্স অফিস, এ নিয়ে কোনও সন্দেহই নেই।
আগামী বছর সাদা বলের ফরম্যাটে ভারত বিলেতের মাটিতে খেলবে আটটি ম্যাচ। তার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি। তিনটি ওানডে।
নতুন বছর টি-টোয়েন্টি সিরিজের বল গড়াচ্ছে ১ জুলাই। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলবে ১১ জুলাই পর্যন্ত। তার পরে রোহিত ও কোহলিরা নামবেন। ওয়ানডে শুরু হবে ১৪ জুলাই থেকে। প্রথম ম্যাচ বার্মিংহ্যামে। শেষ ম্যাচ হবে লর্ডসে। ১৯ জুলাই তৃতীয় ওয়ানডে ম্যাচ ভারত-ইংল্যান্ডের।
আরও পড়ুন: চোট নিয়ে রূপকথা! অ্যান্টিগার কুম্বলে আর ম্যানচেস্টারের পন্থ মিলে গেলেন একই বিন্দুতে
এদিকে ইংল্যান্ডের মাটিতে ঋষভ পন্থ সাহসিকতার এক রূপকথা লিখলেন। ম্যানচেস্টারে অনুষ্ঠিত চতুর্থ টেস্টের প্রথম দিন পন্থ চোট পান। ক্রিস ওকসের ধেয়ে আসা ইয়র্কার আছড়ে পড়ে ঋষভ পন্থের বুটে। অ্যাম্বুল্যান্স করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
দ্বিতীয় দিনের বল গড়ানোর আগে ভেসে এল খবর, পায়ের পাতায় চিড় ধরেছে পন্থের। তাঁর ব্যাট করার সম্ভাবনা কম। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে দেখা গেল অন্য ছবি।
গতদিনের অপরাজিত রবীন্দ্র জাদেজা ২০ রান করে এদিন আউট হন। কিছু পরে শার্দূল ঠাকুরও ফেরে যান ৪১ রানে। ভারতের রান ৬ উইকেটে ৩১৪। এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন পন্থ। অন্য কেউ হলে এমন পরিস্থিতিতে নামার সাহসই হয়তো দেখাতেন না। কিন্তু তিনি তো ঋষভ পন্থ। মৃত্যুমুখ থেকে ফিরে আসা এক যোদ্ধা তিনি। অকুতোভয় তিনি। হেরে যাওয়ার ভয় তাঁর নেই।
দল বিপন্ন। এই পরিস্থিতিতে ড্রেসিং রুম থেকে সিঁড়ি বেয়ে নেমে আনলেন ঋযভ পন্থ। দেখেই বোঝা যাচ্ছে তিনি ভাল করে হাঁটতে পারছেন না। খোঁড়াচ্ছেন। প্যাভিলিয়ন থেকে নেমে ক্রিজ পর্যন্ত পৌঁছতেই লেগে গেল অনেকটা সময়। তখনও তিনি জানেন না, সামনের পায়ে ডিফেন্স করতে পারবেন কিনা। তিনি জানেন না দ্রুত সিঙ্গলস নিতে পারবেন কিনা। তিনি জানেন না সহজাত আক্রমণাত্মক শট খেলতে পারবেন কিনা। ঋষভ পন্থ অভাবনীয় সব কাজ করেন।
কেউ ভাবতেই পারেননি পায়ের পাতায় চিড় ধরা অবস্থায় কেউ দেশের জন্য ব্যাট হাতে নামতে পারেন। ঋষভ পন্থ পারেন। তিনি যখন ড্রেসিং রুম থেকে মাঠে নামছেন সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে দেন। এরকম এক যোদ্ধার প্রয়াসকে হাততালি না দিয়ে কেউ পারেন! তাঁর মাঠে নামার মুহূর্তটাও কম নাটকীয় নয়। শার্দূল ঠাকুর আউট হয়ে মাঠ ছাড়ছেন। আর পন্থ প্রবেশ করছেন। শার্দূল সতীর্থ পন্থের মাথায় হাত রাখলেন।
পন্থ ব্যাট করছেন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পর্যন্ত তাকিয়ে পন্থের দিকে। বিশ্বাসই হচ্ছে না তাঁর, ভাঙা পায়ের পাতা নিয়ে কেউ নেমে পড়তে পারেন।
ম্যানচেস্টারে দেখা গেল এমনই এক ছবি। আগামী বছর এই লন্ডনেই আবার দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে।
