আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারত। সূচি অনুযায়ী, মেগা টুর্নামেন্টে দুই দেশের মধ্যে খেলা হবে ২০ ফেব্রুয়ারি।
সব ঠিকঠাক থাকলে ভারত ও বাংলাদেশ আরও একবার মুখোমুখি হতে পারে। সেটা টুর্নামেন্ট শুরুর আগেই।
দৈনিক জাগরণে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে দেখা হতে পারে ভারত ও বাংলাদেশের।
দু'দলের সাক্ষাৎ কবে হবে, সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। দিনকয়েকের মধ্যেই দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হওয়ার কথা। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে।
২০ ফেব্রুয়ারি যেহেতু ভারত ও বাংলাদেশ খেলবে দুবাইয়ে, ফলে ধরেই নেওয়া হচ্ছে এই দুই দেশের মধ্যে প্রস্তুতি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ সেই সময়ে ভারত ও বাংলাদেশ, এই দু'টি দল থাকবে দুবাইয়ে। বাকি ছ'টি দল সেই সময়ে পাকিস্তানে থাকবে।
তবে আইসিসি-র নিয়ম অনুযায়ী, একই গ্রুপের দু'টি দল প্রস্তুতি ম্যাচে খেলে না। এই নিয়মের জন্য ভারত-বাংলাদেশ ম্যাচ না হলে রোহিতরা খেলতে পারেন সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।
