আজকাল ওয়েবডেস্ক: টস জিতল পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রিজওয়ান। ভারত অধিনায়ক রোহিত শর্মা ফের টস হারলেন। টানা ১২টি ম্যাচে ভারত টস হারল। এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে টস জিতলে প্রথমে ব্যাট করবে যে কোনও দলই। রিজওয়ানও সেই কাজটিই করলেন। রোহিত টস জিতলে তিনিও প্রথমে ব্যাটিংই নিতেন। ভারতকে এখন রান তাড়া করতে হবে। 

পাকিস্তান দলে একটিই পরিবর্তন হয়েছে। ফকর জামানের জায়গায় দলে এসেছেন ইমাম উল হক। ভারতের দল অপরিবর্তিত। বাংলাদেশ ম্যাচের দলই রেখেছে ভারত। 

মহাম্যাচে নামার আগে চাপে রয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা হার মেনেছে নিউজিল্যান্ডের কাছে। অন্য দিকে ভারত কিন্তু প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে। ফলে রবিবারের ভারত-পাক মহারণ কিন্তু পাকিস্তানের কাছে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইও বটে। এই ম্যাচে নার্ভ যার, ম্যাচও তার। প্রেশার নিয়ে ফেললেই মরবে, সতর্ক করে দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটা মুদাস্সর নজরও। 

পাকিস্তানের অনুশীলনে শনিবার উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। তিনি পাক ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। বাবর আজম অনুশীলনে উপস্থিত না থাকায় তাঁর সঙ্গে কথা হয়নি। 

এই ম্যাচে সবাই তাকিয়ে বিরাট কোহলির দিকে। পাকিস্তান-ম্যাচ মানেই বাড়তি অ্যাড্রিনালিন ঝরে কোহলির। ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনও টাটকা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোহলির সেই অবিশ্বাস্য ইনিংস। দুবাইয়ে কোহলির থেকে সেরকমই এক ইনিংস দেখার প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।