আজকাল ওয়েবডেস্ক: প্রথম ম্যাচই শেষ ম্যাচ হয়ে গেল পাকিস্তানের তারকা ক্রিকেটার ফকর জামানের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি করেছিলেন তিনি। পাকিস্তান সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবার প্রথম ম্যাচই শেষ ম্যাচ হয়ে গেল ফকর জামানের। 

ফকর জামান যে ছিটকে গিয়েছেন, তা সবারই জানা। কিন্তু একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে। 

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আউট হয়ে পাক ড্রেসিং রুমে ফিরছেন ফকর জামান। ড্রেসিং রুমে ঢোকার পরে নিজেক আর স্থির রাখতে পারেননি ফকর জামান। ভিডিওয় দেখা যাচ্ছে, প্যাড না খুলে সোফায় বসে দু' হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন ফকর জামান। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন শাহিন আফ্রিদি। 

ফকর জামান বলেন, ''আমি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছি। ঘরে থেকে দলের পাশে থাকব।'' 

ফকর জামানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ইমাম উল হক। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ICC (@icc)