আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে মহারণ। উত্তপ্ত মরুশহর। ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামের সামনে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন। দুই দেশের ক্রিকেট দ্বৈরথের আগে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে, ২২ জন ভারতীয় বন্দি জেলেদের মুক্তি দেওয়া হয়েছে।
মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করার ফলে এই ভারতীয় জেলেদের করাচির জেলে আটক করা হয়েছিল। রবিবারের মেগা ম্যাচের আগে এই ভারতীয় জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন পিসিবি প্রধান মহসিন নকভি। তিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে।
দুবাইয়ে পুাকিস্তানের অনুশীলন দেখার সময়ে এই খবর জানান নকভি। পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে বসেছিলেন নকভি
মহাম্যাচে নামার আগে চাপে রয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা হার মেনেছে নিউজিল্যান্ডের কাছে। অন্য দিকে ভারত কিন্তু প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে। ফলে রবিবারের ভারত-পাক মহারণ কিন্তু পাকিস্তানের কাছে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইও বটে। এই ম্যাচে নার্ভ যার, ম্যাচও তার। প্রেশার নিয়ে ফেললেই মরবে, সতর্ক করে দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটা মুদাস্সর নজরও।
সব মিলিয়ে মঞ্চ তৈরি। ভারত-পাকিস্তান ম্যাচ চিরকালই সেরা বক্স অফিস। আরও একবার সেই ম্যাচ হতে চলেছে আইসিসি-র মঞ্চে। তার আগেই ভারতকে অন্যরকমের এক উপহার দিল পাকিস্তান।
