আজকাল ওয়েবডেস্ক: দ্রুত তিন উইকেট হারিয়ে ভারত একসময়ে ধুঁকছিল। ৫০ ওভারের শেষে ভারত যে ২৪৯ রানে পৌঁছল, তার পিছনে বড় অবদান শ্রেয়স আইয়ারের।
সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যাটিং প্রশংসিত হয়েছে। ঠিক তেমনই তাঁর ব্যাট নিয়ে শুরু হয়েছে চর্চা।
ভারতের চার নম্বর ব্যাটার শ্রেয়স আইয়ারের ব্যাটে লেখা 'হিটম্যান'। পঞ্চাশ করার পর শ্রেয়স আইয়ার যখন ব্যাট তোলেন, তখনই স্পষ্ট বোঝা যায় এই লেখা। ব্যাটের হ্যান্ডলের ঠিক নীচে লেখা হিটম্যান। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে হিটম্যান বলে ডাকা হয়। তাঁর নাম শ্রেয়সের ব্যাটে লেখা দেখে জল্পনা বাড়ে, তবে কি রোহিতের ব্যাট নিয়ে খেলতে নেমেছেন শ্রেয়স?
শ্রেয়সের এই ৭৯ রানের ইনিংস দেখার পরে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়, পন্থ ভক্তরা বলেছিলেন, দলকে খাদের কিনারা থেকে বহুবার টেনে তুলেছেন পন্থ। সেই ভক্তরা এখন কোথায়? শ্রেয়স আইয়ারের ধারেপাশে আসে না পন্থ। ২৩-এর বিশ্বকাপে চারে নেমে সর্বোচ্চ রান করেছিলেন শ্রেয়স। পন্থের তো বিশ্বকাপে পঞ্চাশও নেই।
শুভমান গিল ও রোহিত শর্মা, পরে বিরাট কোহলি ফিরে যাওয়ার পরে অক্ষর প্যাটেল ও শ্রেয়স আইয়ার দলের ইনিংস গড়েন। ঠিক যখন হাত খুলতে শুরু করেছেন আইয়ার, ঠিক তখনই ফিরে যান তিনি। আরও কিছুক্ষণ ক্রিকেট টিকে থাকলে ভারতের স্কোর যে আরও হৃষ্টপুষ্ট হত, তা বলাই বাহুল্য।
