আজকাল ওয়েবডেস্ক: হাঁটুর চোট সারিয়ে বিরাট কোহলি ফিরছেন কটকের দ্বিতীয় ওয়ানডেতে। ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তা নিশ্চিত করেছেন। 

কোহলি ফিরছেন দ্বিতীয় ওয়ানডেতে। ফলে অন্য এক সমস্যায় ভারতীয় দল। কোহলি দলে ফিরলে বাদ পড়বেন কে? 

প্রথম ম্যাচে খেলেছিলেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ম্যাচে কী হবে? ভারত-ইংল্যান্ড সিরিজের পরেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র সেই ইভেন্টে প্রথম একাদশ কী হবে ভারতের? এখনও পর্যন্ত সেটাই স্থির হয়নি। কটকে কী হবে? তবে কি বাদ পড়বেন শ্রেয়স আইয়ার? নাকি যশস্বী জয়সওয়াল? নাগপুরে ওয়ানডেতে অভিষেক ঘটে তাঁর। সীতাংশু কোটাক অবশ্য ভারতের দল নিয়ে কোনও আভাস দেননি। যা মনে হচ্ছে কটকে কেবল একটাই পরিবর্তন হতে চলেছে। কোহলি দলে ঢুকবেন কার জায়গায় সেটাই দেখার। 

এদিকে প্রথম ওয়ানডে জেতার পরে শুভমান গিল বলেছিলেন, বিরাট কোহলির চোট গুরুতর নয়। দ্বিতীয় ওয়ানডেতে তিনি দলে ফিরবেন। 

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বিরাট কোহলি সম্পর্কে বড় আপডেট দিলেন। জানিয়ে দিলেন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলবেন কোহলি। 

কটকে হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ভারত ইতিমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে ১-০-এ। সীতাংশু কোটাক কোহলি সম্পর্কে বলেন, ''
বিরাট খেলার জন্য তৈরি। প্র্যাকটিস করেছে। খেলার জন্য তৈরি।''