আজকাল ওয়েবডেস্ক: চার চারটি রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে আছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের হয়েছে সবে দুটি টেস্ট। গিল ইতিমধ্যেই ৫৮৫ রান করে ফেলেছেন। রয়েছে আরও তিনটি টেস্ট। যেভাবে রান করে যাচ্ছেন গিল, তাতে একাধিক রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। এমনকি স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানের একাধিক রেকর্ড ভেঙে দেওয়ার মুখে দাঁড়িয়ে আছেন গিল।
অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড করতে পারেন গিল। ইতিমধ্যেই করে ফেলেছেন ৫৮৫ রান। ১৯৩৬–৩৭ অ্যাশেজে পাঁচ টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক ব্র্যাডম্যান ৮১০ রান করেছিলেন। যা এখনও সর্বোচ্চ। গিল এখনও চলতি সিরিজে ছ’টি ইনিংস পাবেন ধরা যায়। ব্র্যাডম্যানকে টপকাতে লাগবে আর ২২৫ রান।
একটি সিরিজে সর্বোচ্চ রানের নজিরও গড়ার সম্ভাবনা রয়েছে শুভমনের। এই রেকর্ডটিও রয়েছে ব্র্যাডম্যানের। ১৯৩০ সালের অ্যাশেজে ব্র্যাডম্যান করেছিলেন পাঁচ টেস্টের সিরিজে ৯৭৪ রান। এই রান টপকাতে অন্তত ছয় ইনিংসে ৩৯০ রান দরকার গিলের।
অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম হাজার রানের রেকর্ডও গড়ে ফেলতে পারেন গিল। ব্র্যাডম্যান ১১ ইনিংসে অধিনায়ক হিসেবে টেস্টে হাজার রান করেছিলেন। আর গিল চার ইনিংসে করে ফেলেছেন ৫৮৫ রান। তাই ব্র্যাডম্যানকে টপকে যেতেই পারেন গিল।
এছাড়াও গিলের সামনে সুযোগ রয়েছে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি শতরান করার। গিল ইতিমধ্যেই তিনটি করে ফেলেছেন। তার মধ্যে একটি আবার দ্বিশতরান। অধিনায়ক হিসেবে এই রেকর্ড আছে ব্র্যাডম্যানের। আর একটি সিরিজে সবচেয়ে বেশি পাঁচটি শতরান করে রেকর্ডটি দখলে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজে পাঁচ শতরান করেছিলেন ক্লাইড ওয়ালকট। আর অধিনায়ক হিসেবে ব্র্যাডম্যানের আছে চারটি। তাই আর একটি শতরান করলেই ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলবেন গিল। আর দুটি করলে ছুঁয়ে ফেলবেন ওয়ালকটকে। এমনকি দু’জনকে টপকে যাওয়ার সুযোগও রয়েছে গিলের। অন্তত ৬টা ইনিংস যদি তিনি হাতে পান।
এটা ঘটনা আজ অবধি কোনও ব্যাটার ৫ টেস্টের সিরিজে এক হাজার রান করতে পারেননি। সেই সুযোগও থাকছে গিলের সামনে।
