আজকাল ওয়েবডেস্ক: খুব সহজে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল রান না পেলেও শ্রেয়স আইয়ার, শুভমান গিল ও অক্ষর প্যাটেলের ব্যাটিং তাণ্ডবে ভারত ম্যাচ জিতল।
শ্রেয়স আইয়ার ম্যাচের শেষে মজার এক কাহিনি শোনালেন। তিনি নিজেও জানতেন না বিরাট কোহলির হাঁটুতে চোট। সেই চোট তাঁকে সরিয়ে দেবে শেষমেশ। রাতে রোহিত শর্মার ফোনে শ্রেয়স আইয়ার জানতে পারেন তাঁকে গুরু দায়িত্ব গ্রহণ করতে হবে কোহলির অনুপস্থিতিতে।
শ্রেয়স আইয়ার অবশ্য হতাশ করেননি। তিনি চটজলদি ৫৯ রান করেন। ভগ্ন অবস্থা থেকে দলকে টেনে তোলেন তিনি। সেই শ্রেয়স আইয়ার ম্যাচের শেষে বললেন, ''মজার গল্প। গতরাতে আমি একটা সিনেমা দেখছিলাম। আমি ভাবছিলাম আরেকটু রাত করে সিনেমা দেখব। তখনই অধিনায়ক রোহিত শর্মা আমাকে ফোন করে। আমাকে জানায় বিরাট কোহলির হাঁটু ফুলে রয়েছে। আমাকে খেলতে হবে। আমি সেই কথা জানতে পেরে দ্রুত ঘরে ফিরে ঘুমিয়ে পড়ি।''
গত কয়েক মাসে শ্রেয়স আইয়ার ঘরোয়া টুর্নামেন্টে খেলে নিজেকে তৈরি করেছেন। ঘরোয়া ক্রিকেট তাঁকে সাহায্য করেছে বলে জানিয়েছেন শ্রেয়স আইয়ার।
প্রথম একদিনের ম্যাচে অবশ্য সব নজর কেডে় নিলেন শুভমান গিল।
