আজকাল ওয়েবডেস্ক: হেডিংলি টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনের শেষ ওভারে নাটক আর নাটক।
মহম্মদ সিরাজকে এক মিনিটের মধ্যে তিনটে বল করতে বলেন ভারতের তারকা উইকেট কিপার ঋষভ পন্থ।
এক মিনিটে কি তিনটে বল করা সম্ভব? সম্ভব নয়। সিরাজও পারেননি। তিনি মেজাজ হারান।
Primetime ???????????????????????????????????????????????????? ft. Rishabh Pant! ???? #SonySportsNetwork #GroundTumharaJeetHamari #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings | @RishabhPant17 pic.twitter.com/aSmlrdtWEU
— Sony Sports Network (@SonySportsNetwk)Tweet by @SonySportsNetwk
প্রথম সেশন শেষ হওয়ার কয়েক মিনিট বাকি তখন। সিরাজের তিনটি ডেলিভারি করা হয়ে গিয়েছিল। পন্থ চাইছিলেন দ্রুত তিনটি বল করে ওভার শেষ করুন সিরাজ। তাহলে সেশনের শেষ ওভারটা করতে পারবেন বুমরাহ। যদি তিনি উইকেট তুলে ইংল্যান্ডকে ধাক্কা দিতে পারেন। সেই কারণে পন্থ একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সিরাজকে। এক মিনিটের মধ্যে বাকি তিনটি বল করে ওভার শেষ করার জন্য সিরাজের উপরে চাপ প্রয়োগ করেন। কিন্তু জাক ক্রলি সেই পরিকল্পনায় জল ঢেলে দেন।
পন্থের চ্যালেঞ্জে বিরক্ত হয়ে সিরাজ বলতে শুরু করেন, ''এক মিনিটে কেউ তিনটে বল করতে পারে?''
প্রথম টেস্ট অবশ্য হেরে যায় ভারত।
